Advertisement
E-Paper

মেট্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পথে রাজ্য

মেট্রো সূত্রে খবর, প্রতিটি রেকে চারটি করে এ রকম কারেন্ট কালেক্টর থাকে। যে যন্ত্রটি বিদ্যুৎবাহী থার্ড লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ট্রেনে জোগান দেয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৬:২২
সুড়ঙ্গে আটকে থাকা মেট্রোর কামরায় নরকযন্ত্রণা ভোগ করলেন যাত্রীরা। —ফাইল চিত্র।

সুড়ঙ্গে আটকে থাকা মেট্রোর কামরায় নরকযন্ত্রণা ভোগ করলেন যাত্রীরা। —ফাইল চিত্র।

থার্ড রেল কারেন্ট কালেক্টর ভেঙেই কি বৃহস্পতিবার আগুন লেগেছিল মেট্রোর রেকে? মেট্রো রেলের পক্ষ থেকে প্রাথমিক তদন্তের পর এখনও পর্যন্ত সেই সম্ভবনাই জোরালো হচ্ছে। যদিও মেট্রো কর্তৃপক্ষ সরকারি ভাবে আগুন লাগার কারণ এখনও তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে।

মেট্রো সূত্রে খবর, প্রতিটি রেকে চারটি করে এ রকম কারেন্ট কালেক্টর থাকে। যে যন্ত্রটি বিদ্যুৎবাহী থার্ড লাইন থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ট্রেনে জোগান দেয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে সেই বিদ্যুৎ সংগ্রহ করার যে যন্ত্র তাতেই কোনও গলদ ছিল। তার থেকেই লাইনের সঙ্গে ঘর্ষণের ফলে যে ফুলকি তৈরি হয়, সেখান থেকেই আগুন লাগে।

মেট্রো কর্মীদের একাংশের মতে, থার্ড লাইন কারেন্ট কালেক্টরের কোনও গলদ থেকে যদি এই ঘটনা ঘটে তবে তা পুরোপুরি রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই। বারে বারে কলকাতা মেট্রো রেলের বিরুদ্ধে রক্ষণাবেক্ষণের অভাবের অভিযোগ উঠেছে।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

চলন্ত মেট্রোয় আগুনের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন প্রায় ৪০ জন যাত্রী। ছবি: এএফপি।

অন্য দিকে যাত্রীদের অভিযোগ, বৃহস্পতিবার মোটরম্যান তাঁর কেবিনের সঙ্গে কামরার সংযোগকারী দরজা বন্ধ রেখেই নেমে যান। মেট্রো কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য না করলেও তাঁরা শুক্রবার ফের দাবি করেছেন যে, তাঁদের বিপর্যয় মোকাবিলা বাহিনী সঠিক সময়ে পৌঁছেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, যারা আতঙ্কিত হয়ে জানালা ভেঙে নেমেছেন তাঁরাই আহত হয়েছেন। মেট্রো কর্তৃপক্ষ ফের এদিন বলেন, টানেলে প্রচণ্ড ধোঁয়া থাকায় তাঁদের উদ্ধারকারীরা কিছুটা সময় নেন। তাঁদের দাবি, প্রথমেই যাত্রীদের নামালে ধোঁয়াতে তাঁরা আরও বেশি অসুস্থ হয়ে পড়তেন।

আরও পড়ুন: আতঙ্ক-যানে এক বিকেল, মেট্রোর বন্ধ কামরায় অসহায় যাত্রীদের হুড়োহুড়ি

তবে মেট্রোর এই দাবি আদৌ গ্রহণযোগ্য বলে মনে করছে না কলকাতা পুলিশ এবং দমকল দফতর। এ দিন দুপুরে কলকাতা পুলিশের সদর দফতরে মেট্রো নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের ডিজি জগমোহন এবং শীর্ষ দমকল কর্তারা। সুজিতবাবু এ দিন বলেন,“মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত হবে এবং আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তবে এখনও পর্যন্ত দমকলের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। সূত্রের খবর, এ দিন বিকেলেই অভিযোগ দায়ের করা হবে।

আরও পড়ুন: চলন্ত মেট্রোয় হঠাৎ আগুন, পাতালেই যেন নরকদর্শন

পুলিশ সূত্রে খবর, এখনই পুলিশ মেট্রোর বিরুদ্ধে সরাসরি কোনও এফআইআর নথিভুক্ত করতে চায় না। তারা দমকলের অভিযোগের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস অ্যাক্টের ৩৫ নম্বর ধারা অনুযায়ী মেট্রো কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়ে তলব করতে পারে। সূত্রের খবর, তদন্তে যদি মেট্রো কর্তৃপক্ষের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে কোনও গাফিলতি পাওয়া যায়, তবে পরবর্তীতে সেই তথ্যের উপর ভিত্তি করে মামলা করতে পারবে পুলিশ।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

Kolkata Metro Fire Accident Metro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy