রাজ্যে ১৬ নভেম্বর থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। সকালবেলা পড়ুয়াদের স্কুলে বা কলেজে পৌঁছতে যাতে অসুবিধা না হয়, সে জন্য বিশেষ ব্যবস্থা নিলেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। ১৫ নভেম্বর, সোমবার থেকে আধ ঘণ্টা এগিয়ে আনা হল মেট্রো পরিষেবা শুরুর সময়। উত্তর-দক্ষিণ করিডরে সকাল সাড়ে ৭টার বদলে ৭টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়। দক্ষিণেশ্বর থেকে একই সময়ে কবি সুভাষের উদ্দেশে রওনা দেবে দিনের প্রথম ট্রেনটি। সোমবার থেকে হবে এই পরিবর্তন। মঙ্গলবার থেকে স্কুল খুলছে। সেদিকে তাকিয়েই পরিষেবায় এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। যদিও রবিবারের পরিষেবা অপরিবর্তিতই থাকছে।