Advertisement
E-Paper

শর্তসাপেক্ষে ট্রেড লাইসেন্স দেবে পুরসভা

মেয়র বলেন, ‘‘৩৭টি ভবনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিসুরক্ষার ব্যবস্থা করার জন্য তাদের নোটিসও দেওয়া হচ্ছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০২:২৮
শর্তসাপেক্ষে ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভার।

শর্তসাপেক্ষে ট্রেড লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পুরসভার।

এক বছরের মধ্যে অগ্নিসুরক্ষার পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। এই শর্তে ৩৭টি ভবন-সহ শহরের একাধিক বাজারের ব্যবসায়ীকে নতুন ট্রেড লাইসেন্স দেওয়া এবং তার নবীকরণ করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। ওই সময়ের মধ্যে ভবনগুলিতে অগ্নিসুরক্ষার ব্যবস্থা না করা হলে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। মঙ্গলবার পুরভবনে ট্রেড লাইসেন্স নিয়ে একটি বৈঠকের পরে এ কথা জানিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, স্টিফেন কোর্ট-কাণ্ডের পরে শহরে অগ্নিবিধি কার্যকর করার জন্য কলকাতা পুলিশ, দমকল এবং পুরসভার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়া হয়েছিল। পুর-প্রশাসনকে ৪২টি বিপজ্জনক বাড়ির তালিকা দিয়ে ওই কমিটি তাদের রিপোর্টে সুপারিশ করেছিল যে, অগ্নিবিধি না মানা হলে ওই বাড়িগুলিতে ব্যবসা করার ছাড়পত্র আটকে রাখা হোক।

চার বছর আগেই অবশ্য সেই সব ভবনের ব্যবসায়ীদের শর্তসাপেক্ষে লাইসেন্স দিয়েছিল পুর প্রশাসন। এ নিয়ে সে সময়ে বিতর্কও হয়। পরবর্তীকালে অগ্নিসুরক্ষার ব্যবস্থা গড়ে তোলার পরে পাঁচটি ভবনকে পুরোপুরি ছাড় দেওয়া হয়। বাকি ৩৭টি ভবন, পুর বাজার নিয়ে এ দিন বৈঠক হয় পুরসভায়। এ দিন মেয়র বলেন, ‘‘৩৭টি ভবনের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিসুরক্ষার ব্যবস্থা করার জন্য তাদের নোটিসও দেওয়া হচ্ছে।’’

তবে আর্মেনিয়ান স্ট্রিট ও স্ট্র্যান্ড রোডের দু’টি বাজারের ঠিকানা নিয়ে এখনও গোলমাল হচ্ছে বলে এ দিন মেয়র জানিয়েছেন। অগ্নিসুরক্ষার ব্যবস্থা সম্পূর্ণ না হওয়ার জন্য প্রায় সাড়ে সাত হাজার ট্রেড লাইসেন্স এখনও আটকে রয়েছে বলে পুরসভা সূত্রের খবর।

Trade License KMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy