Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Kolkata Municipality

এক কোটি গাছ লাগাতে চায় পুরসভা 

মেয়র বলেন, ‘‘আমপানে কলকাতায় প্রায় ২০ হাজার গাছ পড়ে গিয়েছিল। তার পরে পুরসভা ৫০ হাজার গাছ লাগিয়েছে। আগামী দু’-তিন বছরে পুরসভা শহরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা রেখেছে।”

An image of a plant

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ০৮:০৮
Share: Save:

কলকাতার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম শহরে বেশি করে গাছ লাগানোর আবেদন জানালেন সমস্ত বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে তিনি বলেন, ‘‘এখন থেকে জলাশয় সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের উপরে জোর না দিলে আগামী দিনে কলকাতা গ্যাস চেম্বারে পরিণত হবে।’’

মেয়র বলেন, ‘‘আমপানে কলকাতায় প্রায় ২০ হাজার গাছ পড়ে গিয়েছিল। তার পরে পুরসভা ৫০ হাজার গাছ লাগিয়েছে। আগামী দু’-তিন বছরে পুরসভা শহরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা রেখেছে। উদ্যান বিভাগ পরিকল্পনা করছে।’’ তিনি বলেন, ‘‘বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বৃক্ষরোপণ এবং সেগুলির রক্ষণাবেক্ষণে এগিয়ে এলে শহরের পরিবেশ রক্ষা পাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata municipality Plantation Firhad Hakim
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE