কলকাতার পরিবেশ নিয়ে উদ্বিগ্ন মেয়র ফিরহাদ হাকিম শহরে বেশি করে গাছ লাগানোর আবেদন জানালেন সমস্ত বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে। শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের শেষে তিনি বলেন, ‘‘এখন থেকে জলাশয় সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণের উপরে জোর না দিলে আগামী দিনে কলকাতা গ্যাস চেম্বারে পরিণত হবে।’’
মেয়র বলেন, ‘‘আমপানে কলকাতায় প্রায় ২০ হাজার গাছ পড়ে গিয়েছিল। তার পরে পুরসভা ৫০ হাজার গাছ লাগিয়েছে। আগামী দু’-তিন বছরে পুরসভা শহরে এক কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা রেখেছে। উদ্যান বিভাগ পরিকল্পনা করছে।’’ তিনি বলেন, ‘‘বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বৃক্ষরোপণ এবং সেগুলির রক্ষণাবেক্ষণে এগিয়ে এলে শহরের পরিবেশ রক্ষা পাবে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)