Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Dengue

ফুটপাতে প্লাস্টিকের ছাউনিতে মশার লার্ভা, চিন্তায় পুরসভা

কেবল মশাবাহিত রোগ প্রতিরোধই নয়, অগ্নিকাণ্ডের বিপদ ঠেকাতেও শহর জুড়ে ফুটপাতের দোকান থেকে প্লাস্টিক সরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল বর্তমান পুরবোর্ড।

An image of a footpath

আচ্ছাদিত: শিয়ালদহে এন আর এস হাসপাতাল সংলগ্ন ফুটপাতে পর পর দোকানের উপরে রয়েছে প্লাস্টিকের ছাউনি। ছবি: সুমন বল্লভ।

মেহবুব কাদের চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৩ ০৬:৫৩
Share: Save:

ডেঙ্গির মরসুমে শহরের বিভিন্ন রাস্তার ফুটপাতের দোকানের মাথায় প্লাস্টিকের ছাউনি ভাবাচ্ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগকে। গড়িয়াহাট ও হাতিবাগানের একাংশে ফুটপাতের দোকান থেকে প্লাস্টিক সরানো হলেও শহরের বাকি অংশের ছবি বদলায়নি।

সম্প্রতি কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ৪০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুপর্ণা দত্ত কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের অংশের ফুটপাতে থাকা দোকানের মাথায় প্লাস্টিকের ছাউনি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই সমস্ত প্লাস্টিকের ছাউনির মধ্যে বৃষ্টির জল জমে মশার লার্ভা জন্মাচ্ছে। শহরে ডেঙ্গি যখন চোখ রাঙাচ্ছে, তখন বিভিন্ন রাস্তার ফুটপাতের দোকানে প্লাস্টিকের রমরমা দেখে চিন্তিত পুরসভার স্বাস্থ্যকর্তারা। কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের এক আধিকারিকের কথায়, ‘‘প্লাস্টিকের ছাউনির উপরে বৃষ্টির জল জমলে তা ডেঙ্গির বাহক এডিস ইজিপ্টাই মশার প্রজননের আদর্শ পরিবেশ তৈরি করে। ইতিমধ্যেই শহরের একাধিক জায়গায় প্লাস্টিকের ছাউনির জমা জলে এডিস ইজিপ্টাইয়ের লার্ভা মিলেছে। আগামী তিন মাসে প্লাস্টিকের ছাউনিগুলিতে যাতে কোনও ভাবেই জল জমতে না পারে, সেই বিষয়ে সকলকে নজরদারি বাড়াতে হবে।’’

সম্প্রতি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ফুটপাতে প্লাস্টিকের রমরমার একই ছবি চোখে পড়েছে। নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত জুড়ে দোকানের মাথায় প্লাস্টিকের ছাউনিতে ছেয়ে গিয়েছে। শহরের অন্যান্য হাসপাতালের সামনে এবং উত্তর কলকাতার শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মতো জায়গাতেও চোখে পড়েছে একই ছবি। কেবল মশাবাহিত রোগ প্রতিরোধই নয়, অগ্নিকাণ্ডের বিপদ ঠেকাতেও শহর জুড়ে ফুটপাতের দোকান থেকে প্লাস্টিক সরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল বর্তমান পুরবোর্ড। বছরকয়েক আগে গড়িয়াহাট মোড়ে একটি ফুটপাতের দোকানে প্লাস্টিকের ছাউনি থেকে আগুন লাগার পরে তা ভয়াবহ চেহারা নিয়েছিল। বিশাল ওই অগ্নিকাণ্ডের পরেই কলকাতার ফুটপাত থেকে প্লাস্টিকের ছাউনি তুলে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। কিন্তু মেয়রের সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। যদিও মেয়র পারিষদ (হকার পুনর্বাসন) দেবাশিস কুমারের আশ্বাস, পুরসভা সমস্ত রাস্তার দোকান থেকেই ধাপে ধাপে প্লাস্টিকের ছাউনি সরিয়ে ফেলবে। ইতিমধ্যেই গড়িয়াহাট, লেক মার্কেট, হাতিবাগানের মতো এলাকার ফুটপাতের দোকানগুলি থেকে প্লাস্টিকের ছাউনি সরানোর কাজ করা হয়েছে। বাকি অংশ থেকেও দ্রুত ছাউনি সরানো হবে বলে দাবি মেয়র পারিষদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NRS Hospital Footpath Mosquito Larvae
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE