Advertisement
E-Paper

অফিস থেকে লুঠ লক্ষাধিক টাকা

লক্ষাধিক টাকা আদায় করে সবে মাত্র অফিসে ঢুকেছিলেন কর্মচারী। ব্যাগটি টেবিলে রেখে বসতে না বসতেই তিন জন দুষ্কৃতী অফিসে ঢুকে মারধর করে এবং পরে মাথায় অস্ত্র ঠেকিয়ে সেই টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায়। এমনই অভিযোগ জমা পড়েছে জোড়াবাগান থানায়। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৮ ০৩:০৯

লক্ষাধিক টাকা আদায় করে সবে মাত্র অফিসে ঢুকেছিলেন কর্মচারী। ব্যাগটি টেবিলে রেখে বসতে না বসতেই তিন জন দুষ্কৃতী অফিসে ঢুকে মারধর করে এবং পরে মাথায় অস্ত্র ঠেকিয়ে সেই টাকা লুঠ করে নিয়ে পালিয়ে যায়। এমনই অভিযোগ জমা পড়েছে জোড়াবাগান থানায়।

শনিবার ভরসন্ধ্যায় পোস্তার একটি চারতলা ভবনের অফিসে ঢুকে এ ভাবেই লক্ষাধিক টাকা লুঠের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর। ঘটনায় পুলিশ ওই অফিসের এক কর্মী, শ্যাম শর্মাকে জিজ্ঞাসবাদ শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ।

পুলিশ সূত্রের খবর, ৭ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৬.১৫ মিনিটে জোড়াবাগান থানা এলাকার ৫৪/এ কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটের একটি চারতলা ভবনের অফিস ঘরে লুঠের ঘটনাটি ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, ওই দিন আঙুর ব্যবসায়ী দেবীলাল শর্মার অফিসে তিন জন দুষ্কৃতী ঢোকে। ঢুকেই তারা অফিসকর্মী শ্যাম শর্মাকে মারধর করে এবং পরে অস্ত্র দেখিয়ে টাকা লুঠ করে পালায়। ঘটনার পরেই ওই কর্মচারী চিৎকার করে বেরিয়ে এসে আশপাশের অফিসের লোকজনকে ঘটনাটি জানান।

ওই ভবনটির মালিক মুকুন্দ অগ্রবাল জানিয়েছেন, ঘটনার সময়ে দেবীলাল শর্মা কলকাতায় ছিলেন না। ফলে কর্মচারী এসে তাঁদের বিষয়টি জানালে তাঁরাই থানায় খবর দিতে বলেন। কিন্তু এমন ভাবে লুঠের পরেও ওই ভবনের অন্য কেউ কেন টের পেলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। ওই ভবনের অন্য অফিসের লোকজন সোমবার জানান, শনিবার দুপুরের পর থেকে অনেকটাই ফাঁকা হয়ে যায় সব অফিস। ওই দিনও অধিকাংশ অফিসে সে সময়ে লোকজন খুব কম ছিল। তবে এই ভবনের বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে। পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে। সঙ্গে ওই ব্যবসায়ীকেও ও তাঁর কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

Loot Govt Office Money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy