Advertisement
২০ এপ্রিল ২০২৪

নয়া পার্কিং নীতি তৈরির জট কাটল

গত বছরই পার্কিংয়ের জন্য দরপত্রের মেয়াদ শেষ হয়েছে। নিয়ম মতো চলতি বছরেই নতুন দরপত্র ডাকার কথা। তার আগেই পুর অর্থ দফতর ও পার্কিং দফতরের টানাপড়েনে সমস্যা হয়।

নিজস্ব সং‌বাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০১:৪৬
Share: Save:

একেই শহরে বেআইনি পার্কিংয়ের রমরমার অভিযোগ। তার মধ্যেই নতুন পার্কিং নীতি তৈরি নিয়ে হিমশিম খেতে হচ্ছিল কলকাতা পুর প্রশাসনকে। কারণ, শহরের পার্কিং লটগুলির জন্য সমবায় সমিতি না অন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েই ভিন্ন মত পোষণ করেছিল পুর অর্থ ও পার্কিং দফতর। সে জটিলতা কেটেছে বলে পুরসভা সূত্রের খবর। সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পার্কিং লটের ৫০ শতাংশ সমবায় সমিতির জন্যই বরাদ্দ রাখা হবে।

প্রসঙ্গত, গত বছরই পার্কিংয়ের জন্য দরপত্রের মেয়াদ শেষ হয়েছে। নিয়ম মতো চলতি বছরেই নতুন দরপত্র ডাকার কথা। তার আগেই পুর অর্থ দফতর ও পার্কিং দফতরের টানাপড়েনে সমস্যা হয়। পুর আধিকারিকেরা জানাচ্ছেন, এ ক্ষেত্রে বরাবর সমবায় সমিতিগুলি অগ্রাধিকার পেয়ে এসেছে। তারা এ কাজে অভিজ্ঞ। তাই নতুন পার্কিং নীতি নির্ধারণের ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দিতে প্রস্তাব দিয়েছিল পুর পার্কিং দফতর।

বেঁকে বসে অর্থ দফতর। অর্থ দফতর জানায়, সমবায় সমিতিগুলির জন্য ১০ শতাংশের বেশি রাখা সম্ভব নয়। সমবায় সমিতি থেকে পুরসভার আয় বেশি হয় না। তাই দরপত্রের ক্ষেত্রে বেসরকারি সংস্থাকে গুরুত্ব দেওয়া হোক।

কিন্তু পার্কিং দফতরের মতামতকে গুরুত্ব দিয়ে সম্প্রতি মেয়র পরিষদের বৈঠকে প্রস্তাব পাশ হয়েছে, শহরে পার্কিং লটের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে সমবায় সমিতিকেই গুরুত্ব দেওয়া হবে। এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘বেআইনি পার্কিং আটকানোর ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ। নতুন পার্কিং নীতি তৈরির ক্ষেত্রে এক ধাপ এগোনো গেল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Car Parking KMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE