Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বোধনের দু’দিন আগেই ভিড় বোঝাল পুজো শুরু

রাসবিহারীতে এ দিন দুপুরে দেখা মিলল এক দল কলেজ পডুয়ার। বোধনের দিন তাঁদের কয়েক জন যাচ্ছে ভিন্ রাজ্যে। তাই চতুর্থীর দুপুরেই দেশপ্রিয় পার্কের তাইল্যান্ডের প্যাগোডা দেখে নিতে চান তাঁরা।

মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় শুরু হতেই রাজপথে গাড়ির দীর্ঘ লাইন। রবিবার, অরবিন্দ সেতুতে। ছবি: শৌভিক দে

মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড় শুরু হতেই রাজপথে গাড়ির দীর্ঘ লাইন। রবিবার, অরবিন্দ সেতুতে। ছবি: শৌভিক দে

কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৭ ০০:০৫
Share: Save:

ভরদুপুরে লালবাজারের ট্র্যাফিক কন্ট্রোল রুম থেকে বার্তাটি ক্রমে রটে গেল!

হেদুয়া থেকে শ্যামবাজার, বিধান সরণিতে গাড়ি চলাচল একেবারেই ঢিমে। রাসবিহারী অ্যাভিনিউয়ে গা়ড়ি দেশপ্রিয় পার্কের কাছাকাছি পৌঁছতেই থমকে যাচ্ছে। বোধনের বাকি এখনও দু’দিন। কিন্তু রবিবার চতুর্থীর দুপুর থেকেই উৎসবে নেমে পড়ল মহানগর।

পুলিশ জানায়, এক দিকে পুজোর বাজারের শেষ রবিবার। সঙ্গে উৎসাহীদের ভিড়। দুইয়ে মিলেই এমন হুলস্থূল কাণ্ড। এ দিন বিকেল থেকেই ভি়ড় সামলাতে পুরোদমে পথে নেমেছে পুলিশও।

আরও পড়ুন: বিভেদ ভুলে সমন্বয়, বুঝিয়ে দিচ্ছে থিম

রাসবিহারীতে এ দিন দুপুরে দেখা মিলল এক দল কলেজ পডুয়ার। বোধনের দিন তাঁদের কয়েক জন যাচ্ছে ভিন্ রাজ্যে। তাই চতুর্থীর দুপুরেই দেশপ্রিয় পার্কের তাইল্যান্ডের প্যাগোডা দেখে নিতে চান তাঁরা। সেই উ়ৎসাহীদের ভিড়েই এ দিন আটকে গিয়েছিলেন অমিতা কোলে। তিনি জানালেন, কুড়ি মিনিটের পথ পেরোতে এ দিন লেগেছে এক ঘণ্টা! গড়িয়াহাট থেকে একডালিয়া, ফাল্গুনী সঙ্ঘের মণ্ডপে।

হাতিবাগানে কেনাকাটা সেরে অরুণ সরকার ও জুঁই সরকার নবীনপল্লির ঠাকুর দেখে উঁকিঝুঁকি মারছিলেন নলিন সরকার স্ট্রিটের মণ্ডপে। কেউ কেউ আবার হেদুয়া যাওয়ার পথে কাশী বোস লেনে ঢুকে পড়েছিলেন। তৃতীয়ার রাত থেকেই ভিড় ঘুরছে বাগমারি, কাঁকুড়গাছিতে। বাগমারি ১৪ পল্লি, কাঁকু়ড়গাছির মিতালি, স্বপ্নারবাগানের মণ্ডপের সামনে চলেছে দেদার সেলফি তোলা।

হাজরার দিকের ভিড়টা ঘুরপাক খেয়েছে যতীন দাস পার্ক, বকুলবাগান, অবসর, কালীঘাট মিলন সঙ্ঘের মণ্ডপে। বকুলবাগানের বাঁশের থিম, অবসরের কাচের কাজ এ বার তারিফ কুড়িয়েছে। বিকেলে লেক ঘুরে তরুণ প্রজন্মের অনেকেই উঁকি মেরেছেন শিবমন্দির কিংবা মুদিয়ালির মণ্ডপে।

বিকেল হতেই চাপ বেড়েছে যশোর রোড ও ভিআইপি রোডে। যশোর রোডের ভিড় ঢুকে প়ড়েছে পাতিপুকুর বসাক বাগান, দমদম পার্কে। দর্শনার্থীদের মুগ্ধ করেছে ভারতচক্রের রঘুরাজপুরের লোকশিল্প। ভিআইপির ভিড় ঢুকেছে ‘তারকা’ পুজো শ্রীভূমিতে। এর পরে ভিড় চলে গিয়েছে বাঙুর প্রতিরোধ বাহিনী এবং দমদম পার্ক যুবকবৃন্দের দিকে।

ভিড় টানার লড়াইয়ে বেহালা গত দেড় দশকের ‘হিট’। এ বছরও নতুন দল, বড়িশা ক্লাব, বেহালা ক্লাবে, ২৯ পল্লিতে চতুর্থীর দুপুর থেকেই ভিড় দেখা গিয়েছে। ওই এলাকায় এ বার সবার নজর ঠাকুরপুকুর এসবি পার্কের মণ্ডপের দিকে। পাশাপাশি ভিড় বাড়ছে বেহালার স্ফটিকের মণ্ডপেও।

এ বছর কিন্তু গোড়া থেকেই ভিড় টানছে শহরতলির উঠতি পুজোরাও। কেষ্টপুরের প্রফুল্লকানন বালকবৃন্দের পুকুরের উপরে তৈরি মণ্ডপে ভিড় দেখা গিয়েছে। অর্জুনপুরে অন্তর্যামী থিমে সাম্প্রদায়িক সম্প্রীতি মিলেমিশে একাকার। বাগুইআটির শাস্ত্রীবাগানের পুজোও এ বার ক্রমশ ভিড় মানচিত্রে জায়গা করে নিচ্ছে। এ বার সেখানে স্বপ্নের থিম গড়েছেন পুজোকর্তারা।

ভিড় হয়েছে হাওড়ার বিভিন্ন পুজো মণ্ডপেও। লিলুয়া মিতালি সঙ্ঘে পরিবেশ বাঁচানোর বার্তা তারিফ কুড়িয়েছে। বাংলা হরফ, ভাষা, শব্দ নিয়ে বালিটিকুরি নেতাজি বালক সঙ্ঘের থিম করেছেন শিল্পী দীপঙ্কর রায়। সঙ্গে কলকাতার নবকুমার পালের প্রতিমাও নজর কাড়ছে।

এ দিন সন্ধ্যার পরে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত ব্যাপক যানজট হয়। ভিড়ের জন্য সন্ধ্যায় কলুটোলা স্ট্রিট ও ইডেন হসপিটাল রোড বন্ধ থাকে। ডন বসকো আইল্যান্ড থেকে ফিলিপস মোড় পর্যন্ত সিআইটি রোডও বন্ধ রাখতে হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

overcrowded Durga puja Traffic Jam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE