Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Maa Flyover

‘মা’ উড়ালপুলে চিনা মাঞ্জার আতঙ্ক, কে ঘুড়ি ওড়াচ্ছে? জানাতে ফোন নম্বর বিলি পুলিশের

শুক্রবার তোপসিয়া থানা এলাকায় এ বিষয়ে একটি লিফলেট বিলি করা হয়েছে।

বৃহস্পতিবার চিনা মাঞ্জায় নাক-ঠোঁট কেটে গিয়েছিল শুভ্রজিৎ রায়চৌধুরীর।—নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার চিনা মাঞ্জায় নাক-ঠোঁট কেটে গিয়েছিল শুভ্রজিৎ রায়চৌধুরীর।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৯ ২০:২৭
Share: Save:

‘মা’ উড়ালপুলে চিনা মাঞ্জায় বার বার ক্ষতবিক্ষত হচ্ছেন বাইক আরোহীরা। বৃহস্পতিবারও এক বাইক চালকের নাক, ঠোঁট, মুখের একাংশ কেটে গিয়েছে। এ নিয়ে গত কয়েক মাসে চিনা বা সিন্থেটিক মাঞ্জার কারণে তিন জন মোটরবাইক আরোহী রক্তাক্ত হলেন। যে কোনও দিন বড়সড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে বলে আশঙ্কা।

এই বিপদ থেকে রক্ষা পেতে এক দিকে যেমন সেতুর রেলিংয়ের উপরে জাল লাগানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা পুলিশ, তেমনই পার্ক সার্কাস, তিলজলা, তপসিয়া থানা এলাকায় সচেতনা প্রচারের উপরও জোর দিচ্ছে লালবাজার। শুক্রবার তোপসিয়া থানা এলাকায় এ বিষয়ে একটি লিফলেট বিলি করা হয়েছে। তাতে চিনা বা সিন্থেটিক মাঞ্জা নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। ওই মাঞ্জা কেউ ব্যবহার করলে, যেন পুলিশকে খবর দেওয়া হয়, সেই অনুরোধ করা হয়েছে।

ওই লিফলেটে দু’টি ফোন নম্বরও দিয়েছে পুলিশ— ০৩৩ ২২৮১৪২৬৮ এবং ০৩৩ ২২৮০৪১০০।

এই লিফলেটই বিলি করছে পুলিশ।—নিজস্ব চিত্র।

আরও পড়ুন: আয়কর নজরে আরও ৩৫০ ক্লাব, একদম যাবেন না, বার্তা মুখ্যমন্ত্রীর, সঙ্ঘাত তীব্র হওয়ার ইঙ্গিত

আরও পড়ুন: মেয়ের পড়ার খরচ রত্নার হাতেই দিতে হবে শোভনকে, নির্দেশ হাইকোর্টের​

বৃহস্পতিবারের ঘটনায় চিনা মাঞ্জায় নাক-ঠোঁট কাটে গিয়েছিল বেসরকারি বিমান সংস্থার নিরাপত্তা বিভাগের এক কর্মী। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের শারীরিক অবস্থা এখন ভাল। আপাতত তার চিকিৎসা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maa Flyover Kite Threads Kolkata Police Leaflet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE