কসবার হোটেলে কোন ঘরে নির্যাতনের শিকার হয়েছেন, তা পুলিশকে স্পষ্ট ভাবে বলতে পারছেন না অভিযোগকারী তরুণী। ওই সময় তিনি কী পোশাক পরে ছিলেন, তা-ও মনে করতে পারছেন না ‘নির্যাতিতা’। সিনেমা জগতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে ২০২৩ সালে দু’জন তাঁকে যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ। গত সোমবার কসবা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্তের স্বার্থে ‘নির্যাতিতা’র কাছ থেকে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন পুলিশকর্মীরা। কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি এখনও পুলিশকে স্পষ্ট ভাবে জানাতে পারেননি।
পুলিশ সূত্রে খবর, এর আগেও রবীন্দ্র সরোবর থানায় অন্য এক জনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন ওই তরুণী। এ ছাড়া নিজের বাবার বিরুদ্ধেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। তদন্তে উঠে এসেছে, কসবার ঘটনা-সহ কলকাতা পুলিশের বিভিন্ন থানায় মোট ছ’টি অভিযোগ দায়ের করেছেন তিনি। এর মধ্যে রয়েছে মৌখিক নির্যাতনের অভিযোগও।
গত সোমবার রাতে ওই তরুণী কসবা থানায় এসে শারীরিক নির্যাতনের অভিযোগ জানান। তাঁর অভিযোগ, ২০২৩ সালে তাঁর সঙ্গে সিনেমা জগতের দুই ব্যক্তির পরিচয় হয়। সেই বছরেই অগস্টে তাঁদের যৌন লালসার শিকার হন তরূণী। পরে বিভিন্ন সময়ে তাঁকে একই ভাবে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। মুখ বন্ধ রাখার হুমকিও দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন অভিযোগকারিণী।
আরও পড়ুন:
তরুণীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণ-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে কসবা থানার পুলিশ। জানা গিয়েছে, ২০২৩ সালে মডেলিং করতেন অভিযোগকারিণী। তরুণীর ইচ্ছা ছিল সিনেমায় কাজ করার। অনেকের সঙ্গেই যোগাযোগ হয়েছিল। অভিযুক্তদের সঙ্গে আলাপ হয় সেই সূত্রে। তবে পুলিশ সূত্রে খবর, তরুণীর বয়ান সংগ্রহ করতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখনও স্পষ্ট ভাবে জানতে পারছেন না তদন্তকারীরা।