Advertisement
E-Paper

মেসির ঝটিকা সফরের জন্য কলকাতায় শনিবার সকাল ৬টা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ! ঘুরপথে চলবে কিছু গাড়ি

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানের জন্য শনিবার সকাল ৬টা থেকে ইএম বাইপাসে সব ধরনের পণ্যবাহী গাড়িকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠান শেষ না-হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ২০:২৭
Kolkata Police issues traffic notification for Leonel Messi event in Yuva Bharati Stadium

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

শুক্রবার বেশি রাতের দিকে কলকাতায় পৌঁছে যাবেন লিয়োনেল মেসি। শনিবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। যাবেন যুবভারতী ক্রীড়াঙ্গনেও। তাঁর এই ঝটিকা সফরের জন্য শনিবার সকাল থেকেই কলকাতার বেশ কিছু জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এই মর্মে শুক্রবারই একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানের জন্য শনিবার সকাল ৬টা থেকে ইএম বাইপাসে সব ধরনের পণ্যবাহী গাড়িকে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা হবে। অনুষ্ঠান শেষ না-হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে। ইএম বাইপাসে সায়েন্স সিটির কাছে পানামা আইল্যান্ড থেকে উল্টোডাঙা উড়ালপুল পর্যন্ত উভয় দিকে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে। সেগুলিকে প্রয়োজন মতো অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে।

একই রকম ভাবে চাউলপট্টি রোড এবং গগন সরকার স্ট্রিটের সংযোগস্থল থেকে ইএম বাইপাস পর্যন্তও পণ্যবাহী গাড়িকে প্রয়োজন মতো অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে বেলিয়াঘাটা মেন রোড এবং সিআইটি রোডের সংযোগস্থল থেকে ইএম বাইপাস পর্যন্ত রাস্তাতেও। পাশাপাশি ফুলবাগান ক্রসিং এবং ইএম বাইপাসের মাঝে নারকেলডাঙা মেন রো়ডেও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ হবে।

পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শনিবার প্রয়োজন অনুসারে অন্য গাড়িগুলিকেও নিয়ন্ত্রণের কথা ভাবা হতে পারে। বিধাননগর পুলিশ কমিশনারেট থেকেও পৃথক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চিংড়িঘাটাগামী গাড়িগুলিকে প্রয়োজন অনুসারে জিডি আইল্যান্ড, সুশ্রুত আইল্যান্ড এবং নিউ ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

Lionel Messi Kolkata Visit Kolkata Traffic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy