বাগবাজার ঘাটে বস্তাবন্দি অবস্থায় এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালের ঘটনা।
এ দিন সকালে বস্তাটিকে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই পুলিশে খবর দেন। কলকাতা উত্তর বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, বস্তার মধ্যে এক মহিলার মৃতদেহ রয়েছে।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মহিলাকে খুন করে বস্তায় ঢোকানো হয়েছে। মহিলার দু’হাতেই ট্যাটু করা রয়েছে। একহাতে লেখা ‘রূপা’ এবং অন্য হাতে ‘ওঁ’ লেখা এবং একটি ত্রিশূলের ছবি আঁকা। মহিলার পরনে ছিল হলুদ আর সবুজ রঙের শাড়ি। তবে ওই মহিলার পরিচয় এখন জানতে পারেনি পুলিশ।