এন্টালিতে আড়াই কোটি টাকা লুটের ঘটনায় মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করল কলকাতা পুলিশ! পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিন্টু কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের কনস্টেবল ছিলেন। মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে শিয়ালদহ আদালতে হাজির করানো হয়েছিল। বিচারক তাঁকে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
গত ৫ মে এন্টালিতে একটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার দফতর থেকে টাকা নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই ব্যক্তি। সেই ট্যাক্সি থেকে ২ কোটি ৬৬ লক্ষ টাকা লুট হয়ে যায়। ওই ঘটনায় এর আগে ছ’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতেরা হলেন সঞ্জীব দাস ওরফে পচা, মহম্মদ সরফরাজ ওরফে সোনু, ঋজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান এবং আমিরউদ্দিন ওরফে গুজ্জর। এন্টালি, সুভাষগ্রাম, মথুরাপুর-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একে একে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ঋজু সংশ্লিষ্ট সংস্থারই কর্মী ছিলেন। ট্যাক্সি থেকে লুট হওয়া টাকার মধ্যে এখনও পর্যন্ত ৭১লক্ষ ১৯ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। সেই আবহেই এ বার সপ্তম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মিন্টু দক্ষিণ দিনাজপুরের জয়পুর থানার বাসিন্দা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনায় তাঁর ঠিক কী ভূমিকা ছিল, তা এখনও স্পষ্ট নয়। ওই কনস্টেবল খবর দেওয়ার কাজ করেছিলেন, না কি ঘটনায় তাঁরও সক্রিয় ভূমিকা ছিল, সে সবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গত ৫ মে বেলা পৌনে ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের ওই সংস্থার অফিস থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই কর্মচারী। ব্যাগে ছিল দু’কোটি ৬৬ লক্ষ টাকা। সেই টাকা ব্যাঙ্কে জমা দিতেই যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, ট্যাক্সি ফিলিপ্স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ট্যাক্সিতে ওঠেন। তাঁরা ট্যাক্সিটিকে কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে নিয়ে যান এবং টাকা লুট করে পালান। এন্টালি থানায় লুটের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সংস্থার ওই দুই কর্মী থানায় পুরো ঘটনা জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে একে একে ছ’জনকে গ্রেফতার করে পুলিশ। দফায় দফায় উদ্ধার হয় বেশির ভাগ টাকাও। এখনও বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।