দোলের দিন শহরে হেলমেট বিহীন বাইক চালকদের জরিমানা না করে ‘মগজধোলাইয়ের’ রাস্তা নিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শহরের ২৫টি ট্রাফিক গার্ডে পুলিশকর্মীদের এই ভূমিকায় দেখা গিয়েছে। হেলমেটবিহীন আরোহী দেখলেই তাঁদের থামিয়ে হেলমেট না পরার কারণ জানতে চাওয়া হয়েছে। হেলমেট না পরার পরিণতি কী হতে পারে সে নিয়েও সচেতন করা হয়েছে।
কিন্তু জরিমানা না করে পুলিশ ‘স্নেহশীল শিক্ষকের’ ভূমিকায় কেন ? পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গাড়িতে লাগাম টানতে ট্রাফিক গার্ডগুলিকে নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার। তবে হেলমেটবিহীন বাইক আরোহীদের ক্ষেত্রে খানিকটা নমনীয় হলেও মত্ত চালকদের ছাড় দেওয়া হয়নি। আজ, শুক্রবার হোলির দিনেও ওই ব্যবস্থা বজায় থাকবে।
এক পুলিশকর্তা জানান, ২০১৬ সালে দোলের দিন চারটি ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছিল। তার পর থেকেই বাড়তি সতর্কতা নেয় পুলিশ। এ দিন গোলপার্ক ও শ্যামবাজারে হেলমেটবিহীন বাইক আরোহীদের ধরে ‘মগজধোলাই’ করতে দেখা গিয়েছে পুলিশকে।
তবে পুলিশি তৎপরতা সত্ত্বেও দুর্ঘটনা ঠেকানো যায়নি। বিজন সেতুর উপরে হেলমেটবিহীন অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন দেবরাজ সিংহ ও সৌমি দাস নামে দুই তরুণ-তরুণী। চারু মার্কেট থানা এলাকাতেও হেলমেটবিহীন অবস্থায় বাইক-সহ রাস্তায় পড়ে আহত হন শেখ সাদের ও অবিনাশ বেরা নামে দুই যুবক। আহত চার জনই এম আর বাঙুর হাসপাতালে ভর্তি।