E-Paper

নজরে শহরবাসীর সুরক্ষা, অত্যাধুনিক রাইফেল কিনছে কলকাতা পুলিশ

এক সময়ে কলকাতা পুলিশ মূলত থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করত। এখনও পুলিকর্মীদেরএকাংশ তা ব্যবহার করেন। শর্ট ম্যাগাজ়িন লি এনফিল্ড রাইফেলের পোশাকি নাম থ্রি-নট-থ্রি।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১০:২৭
ত্রিচি অ্যাসল্টরাইফেল (টার)।

ত্রিচি অ্যাসল্টরাইফেল (টার)। —প্রতীকী চিত্র।

শহরবাসীর সুরক্ষার দিকে লক্ষ্যরেখে এ বার কলকাতা পুলিশ কিনতে চলেছে নতুন ত্রিচি অ্যাসল্টরাইফেল (টার)। লালবাজার সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর জন্য প্রায় ৫০০টি এই ধরনের রাইফেল কেনা হবে।ইতিমধ্যেই এর জন্য বিভিন্ন স্তরে খোঁজখবর নেওয়া এবং তা খতিয়ে দেখার পরে ওই রাইফেলকেনার প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। সেখান থেকে সবুজ সঙ্কেত মিললেই যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হবে।

এক সময়ে কলকাতা পুলিশ মূলত থ্রি নট থ্রি রাইফেল ব্যবহার করত। এখনও পুলিকর্মীদেরএকাংশ তা ব্যবহার করেন। শর্ট ম্যাগাজ়িন লি এনফিল্ড রাইফেলের পোশাকি নাম থ্রি-নট-থ্রি। বছর কয়েক আগে ওই রাইফেলের বদলে লালবাজারের কর্তারা ইছাপুর রাইফেল ফ্যাক্টরির তৈরি ‘এক্স ক্যালিবার’ রাইফেল কেনা শুরু করেন। বর্তমানে কলকাতাপুলিশের হাতে প্রায় ২১০০ এক্সক্যালিবার রাইফেল রয়েছে।তবে, বিভিন্ন থানার সিপাই থেকে শুরু করে ব্যাটেলিয়নেরএকাংশ এখনও থ্রি নট থ্রি রাইফেলই ব্যবহার করেন। পুলিশকর্তারা জানিয়েছেন, থ্রি নট থ্রি রাইফেলের বদলেই এবার ত্রিচি অ্যাসল্ট রাইফেল কেনার প্রস্তাব পাঠানো হয়েছে।

এক পুলিশকর্তা জানিয়েছেন, থ্রি নট থ্রি রাইফেলের বদলেপ্রথমে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির তৈরি এক্সক্যালিবার কেনাহয়েছিল বাহিনীর জন্য। এ বার সিদ্ধান্ত হয়েছে, আর এক্স ক্যালিবার নয়। বাহিনীর জন্য কেনা হবে ত্রিচি অ্যাসল্ট রাইফেলই। বর্তমানে কলকাতা পুলিশের বিভিন্ন ব্যাটালিয়নে এক্সক্যালিবার রাইফেল ব্যবহারকরা হয়। তবে মূলত দামের কারণে ত্রিচি অ্যাসল্ট রাইফেল কেনার সিদ্ধান্ত হয়েছে বলে খবর।প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, ত্রিচি অ্যাসল্ট রাইফেল কলকাতাপুলিশের হাতে এলে সেগুলি ব্যাটেলিয়নের কর্মীদের পাশাপাশি থানা পাহারায় থাকা সিপাইদেরও দেওয়া হবে।

পুলিশ সূত্রের খবর, এক্সক্যালিবার-এর থেকে ত্রিচি অ্যাসল্ট রাইফেলের ওজন বেশি। কিন্তু,থ্রি নট থ্রি রাইফেলের তুলনায়ত্রিচি অ্যাসল্ট রাইফেল অনেক হালকা। থ্রি নট থ্রি থেকে প্রতিবার গুলি ছোড়ার আগে‘বোল্ট’ করতে হয়। যা সময়সাপেক্ষ। কিন্তু, নতুন ত্রিচি রাইফেলএক্সক্যালিবারের মতো স্বয়ংক্রিয়। সেভ মোড, সিঙ্গল মোড এবং স্বয়ংক্রিয় মোডে কাজ করা যায়নতুন রাইফেলে। ত্রিচি রাইফেলথেকে সিঙ্গল মোডে ট্রিগার টিপলে একটি গুলি বেরোবে।স্বয়ংক্রিয় মোডে ট্রিগার টিপলে মিনিটে ৬০০ রাউন্ড পর্যন্ত গুলি বেরোতে পারে।

লালবাজার জানিয়েছে, ছোট আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রেও পুরনো আমলের .৩৮ রিভলভারেরবদলে প্রায় তিন হাজারেরও বেশি নাইন এমএম পিস্তল কেনাহয়েছে। আগামী দিনে আরও৫০০টি ওই পিস্তল কেনার পরিকল্পনা রয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Fire Arms police

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy