Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জেলে বর্ষবরণে স্টল বন্দিদের

বর্ষবরণের অনুষ্ঠান হল প্রেসিডেন্সি জেলে। বাংলা বছরের প্রথম দিন, শনিবার জেলের বাইরের চাতালে গান ও নাচের অনুষ্ঠান করলেন সাজাপ্রাপ্ত বন্দিরা। অংশ নিয়েছিলেন জেলকর্মীদের পরিবারও। তবে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, জেল চত্বরে বসেছিল হরেক রকমের স্টলও।

বর্ষবরণ উৎসবে বন্দিদের তৈরি জিনিস দেখছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার। নিজস্ব চিত্র

বর্ষবরণ উৎসবে বন্দিদের তৈরি জিনিস দেখছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭ ০১:০৮
Share: Save:

বর্ষবরণের অনুষ্ঠান হল প্রেসিডেন্সি জেলে।

বাংলা বছরের প্রথম দিন, শনিবার জেলের বাইরের চাতালে গান ও নাচের অনুষ্ঠান করলেন সাজাপ্রাপ্ত বন্দিরা। অংশ নিয়েছিলেন জেলকর্মীদের পরিবারও। তবে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, জেল চত্বরে বসেছিল হরেক রকমের স্টলও। বন্দিরা বছরভর যে সব শাড়ি, কুর্তি, বেডকভার, কার্পেট ও নানাবিধ শৌখিন পরিচ্ছদ নিজে হাতে তৈরি করেন, নিজেরাই তাঁরা সেগুলির স্টল দিয়েছিলেন। ছিল তাঁদের তৈরি একাধিক মিষ্টির স্টলও। অনুষ্ঠানে হাজির আমজনতার জন্য সে সব সামগ্রী কেনাকাটা করারও ব্যবস্থা রেখেছিলেন কারা-কর্তৃপক্ষ। দিনভর সেই বিক্রিবাটার বহর দেখে সন্তুষ্ট জেল আধিকারিকেরা। তাঁদের বক্তব্য, এই প্রথম এমন অনুষ্ঠান হল জেল চত্বরে। পরের বছর অন্য জেলেও এ ধরনের অনুষ্ঠান হবে বলে আশা কারাকর্তাদের। এ দিন সমস্ত স্টল ঘুরে দেখেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, কারামন্ত্রী অবনী জোয়ারদার ও ডিজি (কারা) অরুণকুমার গুপ্ত।

এ দিকে, বর্ষবরণ উপলক্ষে এ দিন রাজ্যের সমস্ত জেলে মিষ্টি বিতরণ করেন কারা আধিকারিকেরা। এক সময়ে এই মিষ্টি বিতরণ হতো নিয়ম করে। মাঝের ক’বছর বন্ধ থাকার পরে ফের তা চালু হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

prisoners Presidency Jail Bengali new year
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE