সকাল থেকেই মুষলধারে বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। গরমের হাত থেকে রেহাই মিললেও সকাল থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বহু এলাকা। যার জেরে বিপর্যস্ত শহরের জনজীবন।
উল্টোডাঙা, পার্ক সার্কাস, ঠনঠনিয়া কালীবাড়ি, হেস্টিংস, বেহালা থেকে শুরু করে ধাপা, সায়েন্স সিটি, গড়িয়া, যাদবপুর, খিদিরপুর-সহ শহরের প্রায় সর্বত্রই বৃষ্টিতে থই থই অবস্থা।
রাস্তায় জল জমার ফলে গাড়ির গতি শ্লথ হয়ে যায়। পথে বেরিয়ে সব থেকে সমস্যায় পড়েন অফিস যাত্রীরা। যানজটে আটকে থাকে বাস, মিনিবাস। রাস্তায় জল জমার কারণে ট্যাক্সি ও অটোর চালকেরা বেশি টাকা দাবি করেন বলে অভিযোগ।পরিবহণ দফতরের হুঁশিয়ারি সত্ত্বেও, সুযোগ বুঝে ‘ক্যাব’-এর ভাড়াও এ দিন কয়েকগুণ বেড়ে গিয়েছে।