Advertisement
২৭ এপ্রিল ২০২৪
West Bengal Weather Update

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা, কী প্রভাব পড়বে রাজ্যে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার শক্তি কমে যাওয়ায় প্রভাব পড়বে তাপমাত্রাতেও।

আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার শক্তি কমে যাওয়ায় প্রভাব পড়বে তাপমাত্রাতেও। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৯:২৪
Share: Save:

ডিসেম্বরের শুরুতেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে ‌মৌসম ভবন সূত্রের খবর। বিশেষ করে, তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের অধিকাংশ জেলায় বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপের প্রভাব পড়বে এ রাজ্যেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এর ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। অন্য দিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়ছে। এর ফলে রাজ্যে আসা উত্তুরে হাওয়ার শক্তিও কমতে পারে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রের খবর, আগামী কয়েক দিনে উত্তুরে হাওয়ার শক্তি কমে যাওয়ায় প্রভাব পড়বে তাপমাত্রাতেও। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। যদিও নিম্নচাপের প্রভাব কেটে গেলে আবার শীত শীত ভাব ফিরে আসবে দক্ষিণবঙ্গে। তখন আবার তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE