বিয়ের প্রস্তাব দিয়েছিলেন একাধিক বার। কিন্তু, যুবকের সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় বেলগাছিয়ার এক তরুণীকে বার বার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়,অডিয়ো বার্তা পাঠিয়ে তরুণীর মা-কে খুনের হুমকিও দিয়েছেন ওই যুবক। পুলিশের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে তরুণীর দাবি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ওই যুবক এলাকার প্রভাবশালী তৃণমূল নেতার ভাই। পুলিশ তাই অভিযোগ পেয়েও বিষয়টি নিয়ে গড়িমসি করছে বলে তাঁর দাবি।
অভিযুক্ত যুবকের নাম শাদাব খান। তাঁর দাদা শাহবাজ খান ৩ নম্বর ওয়ার্ডে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি। নিজেকে তিনি এলাকার বিধায়ক মালা সাহা এবং রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের ঘনিষ্ঠ বলেই দাবি করেন। বেলগাছিয়ার দত্তবাগানের বাসিন্দা বছর তেইশের ওই তরুণী শাদাব-শাহবাজদের প্রতিবেশী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই শাদাব উত্তক্ত করে যাচ্ছেন তাঁকে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বার বার হুমকি দিয়েছেন।ওই তরুণী সোমবার বলেন, ‘‘তিন বছর ধরে উত্ত্যক্ত করছে শাদাব।”
তাঁর অভিযোগ, অনেক দিন ধরেই তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছিলেন ওই যুবক। শাদাব কলকাতা স্টেশনে প্রিপেইড ট্যাক্সি বুথের কর্মী। তরুণীর দাবি, তিনি প্রথম দিন থেকেই শাদাবের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সে কারণেশাদাব এবং তাঁর দাদা শাহবাজ বিভিন্ন সময়ে বাড়িতে এসে হুমকি দিয়েছেন। রাস্তাঘাটেও বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হয়েছে তাঁকে এবং পরিবারকে।ওই তরুণী বলেন,‘‘আমি বাড়ির একমাত্র উপার্জনকারী। সল্টলেক সেক্টর ফাইভের একটি কলসেন্টারে চাকরি করি। দিনের অনেকটা সময় সেখানেই চলে যায়। তাই ঝামেলা বাড়াতে চাইনি। মুখ বুজে ছিলাম।”