জোকা-এসপ্লানেড মেট্রোপথের দ্বিতীয় পর্বে মাঝেরহাট থেকে এসপ্লানেড পর্যন্ত অংশের নির্মাণকাজ সম্প্রতি গতি পেয়েছে। ওই মেট্রোর মোমিনপুর স্টেশনের পর থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করার জন্য রবিবার কলকাতা মেট্রোর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে খিদিরপুর স্টেশন ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাছে টানেল বোরিং মেশিন বার করার অংশে এবং কাছাকাছি ভূগর্ভে ভিক্টোরিয়া স্টেশন এবং তার প্রবেশপথ নির্মাণের জন্য জমি অধিগ্রহণের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ ছাড়াও, ওই অংশ থেকে পার্ক স্ট্রিট এবং মেয়ো রোড সংলগ্ন অংশ এবং এসপ্লানেডের কাছে কিছুটা অংশে জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দিষ্ট জমিতে আগামী চার বছরের মধ্যে নতুন কোনও নির্মাণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সূত্রের খবর, ওই পথে মূলত সেনা ছাড়াও সরকারি বিভিন্ন সংস্থার জমি রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই জমি নিয়ে প্রয়োজনীয় জটিলতার নিরসন আগেই হয়েছে। ফলে, জমি অধিগ্রহণ নিয়ে সে অর্থে সমস্যা নেই বলেই মেট্রো সূত্রের খবর।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত অংশে সুড়ঙ্গ খননের জন্য টানেল বোরিং মেশিন ব্যবহার করা হচ্ছে। যন্ত্র নামানো ও তোলার জন্য মেট্রো কর্তৃপক্ষের জমির প্রয়োজন হচ্ছে। পার্ক স্ট্রিট অংশের সুড়ঙ্গও টানেল বোরিং মেশিন দিয়েই তৈরি হবে। পরে মেয়ো রোড সংলগ্ন অংশে বর্তমান মেট্রো স্টেশনের সমান্তরালে ওই মেট্রোর নতুন স্টেশন তৈরি হবে। ওই অংশ থেকে এসপ্লানেড অংশের সুড়ঙ্গ কাট অ্যান্ড কভার পদ্ধতিতে হবে। ফলে ওই পর্বে অনেকটা খোঁড়াখুঁড়ির প্রয়োজন পড়বে। এসপ্লানেড থেকে ইডেন পর্যন্ত অংশের জন্য অনুমোদন মিললেও এখনও বরাদ্দ আসেনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)