Advertisement
১৯ এপ্রিল ২০২৪
mamata banerjee

লোকসভায় গো-হারা হেরেছি, জানি এ বার আপনারা পুষিয়ে দেবেন: উত্তরবঙ্গে মমতা

৩৪ নম্বর জাতীয় সড়ক-সহ রাস্তা সংস্কারে বিপুল বরাদ্দ করেছেন নির্মলা। কিন্তু ভোটের মুখে এই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন মমতা।

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুকের ভিডিয়ো থেকে নেওয়া

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুকের ভিডিয়ো থেকে নেওয়া

নিজস্ব সংবাদাদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৪১
Share: Save:

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সূচনা অনুষ্ঠানেই বাজেট নিয়ে মুখ খুললেন মমতা। তীব্র আক্রমণ করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে।

বজেটে বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এরা সব বিক্রি করে দেবে। সমস্ত সরকারি ক্ষেত্র বিক্রি করে দেবে, এক দিন গোটা দেশকেই বিক্রি করে দেবে। ব্যাঙ্ক থেকে বিমা, রেল, সেল, ভেল— সবই বেচে দেবে।’’ সাধারণ মানুষের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘‘এর পর আপনারা বিমার টাকা পাবেন তো?’’

কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত জাতীয় সড়ক সংস্কারের কাজে বিপুল বরাদ্দ করেছেন নির্মলা। কিন্তু ভোটের মুখে এসে এই সিদ্ধান্ত কেন, তা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, ‘‘এখন ভোটের সময় এসে রাস্তা করবেন? দরকার নেই। পশ্চিমবঙ্গের সব রাস্তা আমি করে দেব। তার চেয়ে দিল্লিতে কৃষকরা রাস্তায় বসে আছেন। রাস্তার জন্য বরাদ্দা টাকা তাঁদের দিন। আমি গ্রাম বাংলার সব রাস্তা করে দেব।’’

২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে একটি আসনও পায়নি তৃণমূল। ৮টি আসনের মধ্যে ৭টিতেই জিতেছিল বিজেপি। মালদহ দক্ষিণ কেন্দ্র গিয়েছিল কংগ্রেসের দখলে। কিন্তু বিধানসভা ভোটে উত্তরবঙ্গের মানুষ তাঁকে নিরাশ করবেন না বলে আশা করেন মমতা। বলেন, ‘‘লোকসভা ভোটে আমি গো-হারা হেরেছিলাম। আমি জানি, বিধানসভা ভোটে আপনারা সেটা পুষিয়ে দেবেন।’’
মমতার বক্তব্য:
• মাত্র ৬-৭ বছর সময় পেয়েছি, ৪৩টা মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল, ৩৪টা বিশ্ববিদ্যালয় করেছি
• মনে রাখবেন, আগে উত্তরবঙ্গকে কেউ গুরুত্ব দিতেন না, কিন্তু আমি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এক নজরে দেখি, মাঝে মধ্যেই উত্তরবঙ্গে আসি
• তা হলে কলকাতা কেন একটা রাজধানী হবে না? এমনি এমনি বলিনি, ঐতিহাসিক কারণ আছে বলেই বলেছি
• সারা বাংলা আজ গোটা দেশের ভবিষ্যৎ, সারা বিশ্ব বাংলার দিকে তাকিয়ে
• রেশন কার্ড আগে যা ছিল, তার পর ডিজিটাল করা হয়েছে
• প্রতিদিন দেড় লক্ষের বেশি স্বাস্থ্যসাথী কার্ড করানো যাচ্ছে না
• আমি বাচ্চাদের ট্যাব কেনার টাকা দিয়ে দিলাম, কারণ ৯ লক্ষ ট্যাব এক বারে পাওয়া যাচ্ছিল না
• আপনারা দেখছেন, আমরা কী ভাবে স্বাস্থ্যসাথী কার্ড কী দ্রুতগতিতে করছি
• এরা গোটা দেশকেই বিক্রি করে দেবে

• বলছে প্রথম পেপারলেস বাজেট, ওই সব কাগজ কোথায় লুকিয়ে দেবে, কেউ খুঁজে পাবে না
• বলছে গ্রামীন রাস্তা বানাবে, আমার দরকার নেই, গ্রামে সব রাস্তা হয়ে গিয়েছে
• বাংলায় রাস্তা বানাতে হবে না, রাস্তা আমি করে দেব
• রাস্তা বানাতে হবে না, যাও কৃষকরা আন্দোলনে বসে আছে, তাঁদের কথা শোন, এই রাস্তা বানানোর টাকা তাঁদের দিয়ে দাও
• বাংলায় নাকি রাস্তা বানাবে, ভোটের আগে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata banerjee Siliguri Budget 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE