প্রচণ্ড গরমে প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন থাকল কলকাতা মেডিক্যাল কলেজের একাংশ। রবিবার বিকেল চারটে থেকে বিদ্যুৎহীন থাকে কলকাতা মেডিক্যালের ডেভিড হেয়ার ব্লক। কর্তৃপক্ষ জানলেও রোগী ও তাদের পরিবারের লোকজন বিষয়টি না জানায় সাময়িক ভাবে তাঁদের দুর্ভোগে পড়তে হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিদ্যুৎ এলে সব পরিষেবা স্বাভাবিক হয়।
হাসপাতাল সূত্রে খবর, ডেভি়ড হেয়ার ব্লকে চারটি তল। একতলায় প্রশাসনিক দফতর, দোতলায় সার্জারি ইন্ডোর ও ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি রুম, তিনতলায় সার্জারি বিভাগের অপারেশন রুম এবং চারতলায় কার্ডিওথোরাসিক অপারেশন থিয়েটার। এ দিন বিদ্যুৎ চলে যাওয়ায় ওই ব্লকের সব পরিষেবা বন্ধ হয়ে যায়। থমকে যায় ২৪ ঘণ্টা মনিটরিংয়ের হল্টার মেশিনও। গরমে অসুস্থ বোধ করতে থাকেন রোগীরা। ওই বাড়িটিতে জেনারেটর থাকলেও তা-ও কাজ করেনি বলে অভিযোগ। কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য, বিষয়টি তাঁদের জানা ছিল। বিদ্যুৎ সংক্রান্ত কিছু কাজ থাকায় এ দিন তা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রোগী ও তাদের পরিজনদের বিষয়টি জানানো হয়নি। রবিবার হওয়ায় বড় অস্ত্রোপচারও ছিল না। তাই খুব বেশি অসুবিধা হয়নি।