কুখ্যাত এক দুষ্কৃতীকে ধরতে ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শুধু তাই নয়, ওই দুষ্কৃতীকে ধরে যখন গাড়িতে তোলা হচ্ছে তখন পুলিশি হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিয়ে পালাল তার সঙ্গীরা! খাস কলকাতার বুকে এমন ঘটনা ঘটায় তাজ্জব হয়ে গিয়েছেন লালবাজারের কর্তারা।
সোমবার রাতের পার্কসার্কাস এলাকার ওই ঘটনায় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের একাংশের খণ্ডযুদ্ধও বাধে বলে অভিযোগ। তাতে বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন বলেও তপসিয়া থানা সূত্রে খবর। তবে দুষ্কৃতী ধরতে গিয়ে যে এমন অভিজ্ঞতা হবে, তা আদৌ আঁচ করতে পারেননি তপসিয়া থানার সাব-ইনস্পেক্টর সপ্তর্ষি ঘোষ।
বেনিয়াপুকুর এবং তপসিয়া থানা এলাকায় কাজ করা প্রায় সব পুলিশ অফিসারশেখ শাহনওয়াজ ওরফে ছাট্টান কাল্লুকে বেশ ভাল করেই চেনেন। তিলজলা রোডের বাসিন্দা ছাট্টান শাসকদলের একটি গোষ্ঠীর ঘনিষ্ঠ। ওই এলাকায়বেশ সক্রিয়ওসে। বেনিয়াপুকুরেরআড্ডিবাগান বস্তিতে সম্প্রতিবেশ কয়েকটি গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ছাট্টানের নাম উঠে আসে। আর সে কারণেই সোমবার রাতে ছাট্টানের ডেরাতে তার খোঁজে গিয়েছিল পুলিশ। বেআইনি অস্ত্র রাখার একটিমামলাতেও তাকে খুঁজছিল পুলিশ।