Advertisement
E-Paper

ভোট দেওয়া শেখাতে বিক্রি হচ্ছে যন্ত্র

কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট, বড়বাজারের যমুনালাল বজাজ মার্কেটের কয়েকটি দোকানের বিক্রেতারা জানাচ্ছেন, ভোট দেওয়া শেখার এমন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই।

আর্যভট্ট খান

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৯ ০১:৫৫
শহরের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমনই নকল ভোটযন্ত্র। ছবি: বিশ্বনাথ বণিক

শহরের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এমনই নকল ভোটযন্ত্র। ছবি: বিশ্বনাথ বণিক

ভোটযন্ত্র বিক্রি হচ্ছে খোলা বাজারে! অনেকে সেই যন্ত্র কিনে নিয়ে যাচ্ছেন। অনেককে আবার কী ভাবে ভোট দিতে হবে, তা দোকানে দাঁড়িয়েই হাতেকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে।

এই সব ভোটযন্ত্র অবশ্য নকল। কিন্তু হুবহু আসলের মতো দেখতে। ভোটের মুখে এই যন্ত্রের কদর ক্রমশ বাড়ছে। কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেট, বড়বাজারের যমুনালাল বজাজ মার্কেটের কয়েকটি দোকানের বিক্রেতারা জানাচ্ছেন, ভোট দেওয়া শেখার এমন সুযোগ হাতছাড়া করতে চাইছেন না অনেকেই।

বর্ণপরিচয় মার্কেটের একটি দোকানে ভোট-প্রচারের নানা সামগ্রী বিক্রি হয়। বিক্রেতা অলোক ঘোষ বলছেন, ‘‘দিল্লি থেকে আসা এই নকল ভোটযন্ত্র একেবারে আসলের মতো। মেশিনের ভিতরে ব্যাটারি ভরলেই চালু হয়ে যাচ্ছে। ভাল বিক্রিও হচ্ছে এই মেশিন।’’

বড়বাজার ও কলেজ স্ট্রিট বাজার ঘুরে দেখা গেল, দু’রকম দামে বিকোচ্ছে এই নকল ভোটযন্ত্র। একসঙ্গে অনেক কিনলে কিছুটা ছাড়ও পাওয়া যাচ্ছে। বড়বাজারের এক দোকানি জানালেন, এই যন্ত্রের এক দিকে ১, ২, ৩ লেখা। পাশের জায়গাটি ফাঁকা। সেখানে প্রার্থীরা তাঁদের নাম ও দলের প্রতীক সেঁটে দিচ্ছেন। এর পরে ব্যাটারি ভরলেই চালু হয়ে যাচ্ছে মেশিন। বোতাম টিপলে আসল মেশিনের মতো শব্দ হবে, জ্বলে উঠবে আলো। কলেজ স্ট্রিটের একটি দোকানে দেখা গেল, কী ভাবে ভোট দিতে হবে, এক মহিলা তাঁর মেয়েকে ওই যন্ত্রে বুঝিয়ে দিচ্ছেন।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ওই বাজারেরই এক দোকানদার বললেন, ‘‘আসল ইভিএমে কত নম্বরে প্রার্থীর নাম থাকে, তা প্রার্থীরা আগে থেকেই জানতে পারেন। সেই নম্বরের পাশে নাম ও দলের প্রতীক সেঁটে দেন তাঁরা। এর পরে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বলেন, কত নম্বরে বোতাম টিপতে হবে।’’ বিক্রেতারা আশা করছেন, ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নকল এই যন্ত্রের বিক্রি বাড়বে। তাঁরাই জানালেন, দিন কয়েক আগেই কয়েক জন কাউন্সিলর এমন বেশ কয়েকটি ভোটযন্ত্র কিনে নিয়ে গিয়েছেন।

জনসাধারণকে নকল ভোটযন্ত্রে ভোট দেওয়া শেখানো বেশ কার্যকর বলে মনে করছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী রাহুল সিংহ। তিনি বলেন, ‘‘অনেকেই এ বার প্রথম ভোট দেবেন। তাঁরা ইভিএম দেখেননি। মেশিনটি কেমন দেখতে, কী ভাবে ভোট দিতে হয়, তা আমরা বুঝিয়ে দিই। অনেক বৃদ্ধ-বৃদ্ধা আছেন, বয়সের কারণে যাঁদের স্মৃতিশক্তি কমে এসেছে। ইভিএমে কী ভাবে ভোট দিতে হয়, তা তাঁদের মনে করিয়ে দিই।’’

দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কথায়, ‘‘এখন রোড শো-র মাধ্যমে প্রচার চলছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু হলে ইভিএমের কার্যকারিতা ভোটারদের শেখানো হয়। এখনও সেটা শুরু করিনি।’’ ওই কেন্দ্রেরই সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্যের ভোট প্রচারের এক সঙ্গী জানান, কী ভাবে ইভিএমে ভোট দিতে হয়, তা অধিকাংশ মানুষই এখন জেনে গিয়েছেন। তা-ও তাঁরা কয়েকটি নকল ভোটযন্ত্র কিনে ভোট দেওয়ার পদ্ধতি শেখাবেন।

Lok Sabha E;ection 2019 general-election-2019-west-bengal লোকসভা নির্বাচন ২০১৯ Vote Machines
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy