Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Election Commission

ভোটের সময়ে আপনিও হয়ে উঠুন লালবাজারের ‘সোর্স’

কী ভাবে কাজ করবে ওই নম্বর? কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানাচ্ছেন, ভোটের সময়ে কোথাও অবৈধভাবে টাকার লেনদেন হতে দেখলেইওই নম্বরে জানানো যাবে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৯ ২১:৪২
Share: Save:

ভোটের আগে নতুন চমক। আপনিও হতে পারেন লালবাজারের ‘সোর্স’। লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে, একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল কলকাতা পুলিশ।

কী ভাবে কাজ করবে ওই নম্বর? কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী জানাচ্ছেন, ভোটের সময়ে কোথাও অবৈধভাবে টাকার লেনদেন হতে দেখলেইওই নম্বরে জানানো যাবে। করা যাবে ফোনও।এমনকি ভোটে অশান্তি হওয়ার আগাম খবর কারও কাছে থাকলে, তা-ও জানানো যাবে।

পুলিশ জানাচ্ছে, ভোটের সময় কোথাও অস্ত্র মজুত করা হতে পারে। এলাকার মানুষ তা দেখে থানায় জানাতে অনেক সময় ভয় পান। ওই নম্বরে সবিস্তার জানিয়ে দেওয়া যাবে। যিনি খবর দেবেন তাঁর নাম-পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ছবি অথবা ভিডিয়োও পাঠানো যাবে। কারও দেওয়া কোনও তথ্যের ভিত্তিতে যদি পুলিশের সাফল্য আসে অথবা অপরাধীরা ধরা পড়ে, তাহলে তাঁকে পুরস্কৃত করবে লালবাজার।

আরও পড়ুন: অশক্ত ভোটারকে ভোট দিতে সাহায্য করলে এ বার আঙুলে পড়বে কালি

ওই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৭০৪৪৫৫০০০০। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী বলেন, “ভোটের সময় বিভিন্নপ্রান্ত থেকে নানা ধরনের অভিযোগ আসে। সে কথা মাথায় রেখেই নাগরিকদের জন্যে এই নম্বর চালু করা হয়েছে। যিনি তথ্য দেবেন, তাঁর পরিচয় গোপন রাখা হবে।”

আরও পড়ুন: বুথ দখল রুখতে প্রিসাইডিং অফিসারের ‘অস্ত্র’ কমিশনের নয়া অ্যাপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE