টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার দিনভর বৃষ্টি চলেছে শহরে। বুধবার সকাল থেকেও আকাশের মুখ ভার। কখনও ঝিরঝির করে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর জানাল, এখনই পরিস্থিতির উন্নতির খুব একটা সম্ভাবনা নেই। কারণ গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে নিম্নচাপ অঞ্চল। রাজ্যে সক্রিয় বর্ষার বাতাসও। ফলে আগামী আরও কয়েক দিন বৃষ্টি চলবে উত্তর থেকে দক্ষিণে।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশপাশের অঞ্চলের উপর একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। ধীরে ধীরে তা পশ্চিম উত্তর-পশ্চিম দিকে সরবে এবং আগামী দু’দিনে ঝাড়খণ্ড-ছত্তীসগঢ়ে পৌঁছোবে। এ ছাড়া মৌসুমি অক্ষরেখা রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জের উপর। নিম্নচাপ অঞ্চলের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। এ ছাড়াও একটি অক্ষরেখা রয়েছে অসম থেকে তেলঙ্গানা পর্যন্ত। রাজ্যে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। এর প্রভাবে আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায়। আগামী সাত দিনের পূর্বাভাস জানিয়ে দুপুরে বিশেষ বুলেটিন দিয়েছে আলিপুর।
আরও পড়ুন:
বুধবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের দু’একটি জায়গায়। এ ছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সোমবার আবার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।
উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার সেই সতর্কতা জারি করা হয়েছে কালিম্পঙে। এ ছাড়া জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহের দু’এক জায়গায় ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ-ওড়িশার উপকূলে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এর ফলে উত্তাল হবে সমুদ্র। আরও ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।