Advertisement
০৫ মে ২০২৪

জট কাটছে ‘মা’-এর

নগরোন্নয়ন দফতরের কর্তাদের দাবি, পরমা উড়ালপুলের (মা সেতু) জট কাটাতে পার্ক সার্কাসের মুখে উড়ালপুল থেকে দু’টি পৃথক ‘এলিভেটেড’ রাস্তা বার করা হচ্ছে। একটি কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে গিয়ে পড়বে এ জে সি বসু রোড উড়ালপুলে।

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০০:৫৬
Share: Save:

নগরোন্নয়ন দফতরের কর্তাদের দাবি, পরমা উড়ালপুলের (মা সেতু) জট কাটাতে পার্ক সার্কাসের মুখে উড়ালপুল থেকে দু’টি পৃথক ‘এলিভেটেড’ রাস্তা বার করা হচ্ছে। একটি কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে গিয়ে পড়বে এ জে সি বসু রোড উড়ালপুলে। অন্যটি এ জে সি বসু রোড থেকে পার্ক সার্কাস সাত মাথার মোড়ের উপর দিয়ে আসবে পরমা উড়ালপুলে। ওই দু’টি রাস্তা তৈরি হলেই সমস্যার সমাধান হবে বলে দাবি দফতরের কর্তাদের। এর মধ্যে এ জে সি বসু রোড থেকে উড়ালপুলের এই অংশটিই উঠবে মা সেতুতে, যা শেষের পথে। সেতুটি শেষ হলে যানজট সমস্যাও অনেকটাই মিটবে বলে দাবি ওই কর্তাদের।

সোমবার ছবিটি তুলেছেন দেশকল্যাণ চৌধুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

'Ma' flyover
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE