Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Majerhat Bridge

মাঝেরহাট ব্রিজ বন্ধ, এখন কোন পথে যাতায়াত জেনে নিন

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ শহরতলির একটা বড় অংশে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করে। অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় গাড়ি। আগামী কয়েক দিন সেই ব্যবস্থাই চালু থাকবে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৬
Share: Save:

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ শহরতলির একটা বড় অংশে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু করে। অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয় গাড়ি। আগামী কয়েক দিন সেই ব্যবস্থাই চালু থাকবে।

কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার একটা বিস্তীর্ণ অংশের সংযোগকারী রাস্তা ডায়মন্ড হারবার রোড। সেই রাস্তারই একবালপুর এবং তারাতলার মধ্যবর্তী অংশে মাঝেরহাট সেতু। মঙ্গলবার সেই সেতু ভেঙে পড়ায় একটা বিস্তীর্ণ এলাকায় যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

আগামী বেশ কিছু দিন অবস্থাটা অপরিবর্তিতই থাকবে বলে জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করতে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ট্র্যাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে, উত্তরমুখী অর্থাৎ ডায়মন্ড বারবারের দিক থেকে থেকে যে গাড়িগুলি কলকাতার দিকে আসবে, তাদের ডায়মন্ড হারবার রোড থেকে তারাতলা হয়ে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে আসতে হবে। আর দক্ষিণমুখী অর্থাৎ কলকাতার দিক থেকে যে গাড়িগুলি ডায়মন্ড হারবারের দিকে যাবে, তাদের হেস্টিংস থেকে সার্কুলার গার্ডেনরিচ রোড হয়ে তারাতলায় যেতে হবে।

আরও পড়ুন: ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ, মৃত ১, জখম ১৯, এখনও কারও কারও

আরও পড়ুন: ‘অনেক দিন ধরেই বলছি, সেতুটা কাঁপছে, কেউ কথা শোনেনি’

ব্রিজ ভেঙে পড়ার পর পরিবহণ দফতরের তরফে বেশ কিছু অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।

সেগুলি হল:

• তারাতলা থেকে বজবজ রুটে অতিরিক্ত পাঁচটি বাস চলবে।

• তারাতলা থেকে টালিগঞ্জ মেট্রো রুটে চলবে তিনটি অতিরিক্ত বাস।

• টালিগঞ্জ মেট্রো থেকে বেহালা রুটে তিনটি বাস।

• বেহালা চৌরাস্তা থেকে দোস্তিপুর রুটে তিনটি বাস।

• বেহালা থেকে ডায়মন্ড হারবার রুটে তিনটে বাস।

• নিউ আলিপুর স্টেশন থেকে বেহালা চৌরাস্তা রুটে তিনটে বাস।

• এসপ্লানেড থেকে ডায়মন্ড হারবার যাবার জন্য বেশ কিছু বাসের বন্দোবস্ত করেছে পরিবহণ দফতর।

রেলসূত্রে খবর অনুযায়ী, ফের শিয়ালদহ বজবজ শাখার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ দিন রাত ৮ টা ৫০ মিনিটেই চলতে শুরু করে দুর্ঘটনার পর ওই রুটের প্রথম ট্রেন। তবে এখনও অবধি বন্ধ রয়েছে নিউ আলিপুর মাঝেরহাট শাখার ট্রেন চলাচল।

(শহরের প্রতি মুহূর্তের সেরা বাংলা খবর জানতে পড়ুন আমাদের কলকাতা বিভাগ।)

অন্য বিষয়গুলি:

Majherhat Bridge Collapse Majherhat Kolkata Flyover Collapse Traffic Update মাঝেরহাট Majerhat Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy