Advertisement
১৯ মে ২০২৪

আগের সরকারের দিকে দায় ঠেলে দিলেন মুখ্যমন্ত্রী

২০০৯ সালে বাম সরকারের আমলেই বিবেকানন্দ উড়ালপুল তৈরির বরাত দেওয়া হয়েছিল হায়দরাবাদের আইবিআরসিএল সংস্থাকে। বিপর্যয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই তথ্যের উপরই জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে তিনি ঘটনাস্থলে যান।

ঘটনাস্থলে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী। ছবি :শান্তনু ঘোষ।

ঘটনাস্থলে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী। ছবি :শান্তনু ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ১৮:৪৯
Share: Save:

২০০৯ সালে বাম সরকারের আমলেই বিবেকানন্দ উড়ালপুল তৈরির বরাত দেওয়া হয়েছিল হায়দরাবাদের আইবিআরসিএল সংস্থাকে। বিপর্যয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এই তথ্যের উপরই জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে তিনি ঘটনাস্থলে যান। কী ভাবে এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর বক্তব্য, এই ঘটনার জন্য যাঁরা দোষী তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতায় আসার পর ওই সংস্থার কাছ থেকে উড়ালপুলের প্ল্যান, প্রোগ্রাম চেয়ে পাঠানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। কিন্তু নির্মান সংস্থার তরফ থেকে তা নাকি দেওয়াই হয়নি। মমতার দাবি, কাজ বন্ধ করলে আইন আদালত হতে পারে ভেবেই তা করেনি তাঁর সরকার।

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে অবশ্য রীতিমতো তোপ দেগেছেন বিরোধীরা। সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন, ‘সাত বছর আগে বরাত দেওয়া হয়েছিল ঠিকই। কিন্তু তার মধ্যে পাঁচ বছর ক্ষমতায় আছেন মমতা। কাজ ঠিকমতো হচ্ছে কি না তা দেখার দায়িত্ব কী করে এড়িয়ে যাবেন উনি? যদি কোথাও কোনও গোলমাল থেকেও থাকে তাহলে বরাত বাতিল করলেন না কেন?’

আরও খবর

দোষ কার? দায় এড়াতে পারে না সরকার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE