বেআইনি ভাবে ভারতে প্রবেশ করে বাড়ি বাড়ি ছাতা সারাই করে বেড়াচ্ছেন এক বাংলাদেশি যুবক। এমনটাই অভিযোগ উঠল হরিদেবপুরে। তাঁকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, তাঁর কাছ থেকে কোনও বৈধ নথি বা পাসপোর্ট পাওয়া যায়নি। গত সাত মাস ধরে সে সব ছাড়াই তিনি ভারতে ঘুরছেন।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার হরিদেবপুরের বড়বাগান এলাকা থেকে ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো হয়, এলাকায় এক বাংলাদেশি ঘুরে বেড়াচ্ছেন। সেই মতো হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার বাসিন্দা কার্তিক রায় লিখিত অভিযোগ জানান। শুরু হয় এলাকায় তল্লাশি। সন্দেহভাজনকে আটকও করে পুলিশ। জেরার মুখে তিনি জানান, তাঁর নাম মহম্মদ দাউদ দরিয়া। বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা তিনি। কিন্তু যুবক পুলিশকে কোনও বৈধ নথি বা পাসপোর্ট দেখাতে পারেননি বলে অভিযোগ।
পুলিশ জানতে পারে, মাস সাতেক আগে বেআইনি ভাবে ওই যুবক ভারতে ঢুকেছিলেন। বাড়ি বাড়ি ছাতা সারাই করে দিন কাটাচ্ছেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদেও তাঁর কাছ থেকে সন্তোষজনক উত্তর পায়নি পুলিশ। ফলে বিদেশি আইনে (দ্য ফরেনার্স অ্যাক্ট) ঠাকুরপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।