Advertisement
E-Paper

ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার জের, কলকাতা বিমানবন্দরে বাতিল ৩০টি বিমান, দেরিতে চলছে বহু উড়ান

সোমবার রাত থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কলকাতা। এই পরিস্থিতিতে বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি। মঙ্গলবার সকাল থেকেই বিমান ওঠানামায় দেরি হয়। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। তার মধ্যে বিমান বাতিল হওয়ায় আরও যাত্রিদুর্ভোগের আশঙ্কা বেড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৬
Many flights cancelled from Kolkata airport, many delayed

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। ছবি: সংগৃহীত।

ভারী বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কলকাতা বিমানবন্দর থেকে ৩০টি বিমান বাতিল হয়েছে। দেরিতে উড়েছে বা অবতরণ করেছে বহু বিমান। সংবাদ সংস্থা পিটিআই-কে বিমানবন্দর সূত্রে তেমনটাই জানানো হয়েছে।

সোমবার রাত থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কলকাতা। আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই পরিস্থিতিতে বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাগুলি। মঙ্গলবার সকাল থেকেই বিমান ওঠানামায় দেরি হয়। বহু বিমান নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রীদের। তার মধ্যে বিমান বাতিল হওয়ায় আরও যাত্রিদুর্ভোগের আশঙ্কা বেড়েছে। মঙ্গলবার সকালেই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দুর্যোগের জেরে অনেক পাইলট ও ক্রু সদস্য সময়মতো পৌঁছোতে পারেননি বিমানবন্দরে। ফলে কিছু বিমান বাতিল করতে হচ্ছে।

বিমানবন্দরের ডিরেক্টর প্রভাতরঞ্জন দেওরিয়া সকালে বলেছিলেন, “যাত্রী, ক্যাপ্টেন, ক্রু-রা সময়ে বিমানবন্দরে পৌঁছোতে পারেননি। দু’-তিনটি বিমান বাতিল হয়েছে। দেরিতে চলছে সব বিমান।” রাতভর ভারী বৃষ্টির জেরে বিমানবন্দরের ভিতরেও কিছু জায়গায় জল জমেছিল। বিমানবন্দর সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকে বিমানবন্দরের ভিতরের জমা জল বার করার জন্য ছ’টি পাম্প ব্যবহার করা হয়। বিমানবন্দরের ভিতরের পরিস্থিতি সার্বিক ভাবে স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছিল ওই সূত্র। তবে দুর্যোগের কারণে বিমান ওঠানামায় দেরি হয়। অনেক বিমান নির্ধারিত সময়ের পরে বিমানবন্দর ছাড়ছে বলে বিমানবন্দর সূত্রে খবর।

প্রসঙ্গত, সোমবার রাতভর বৃষ্টির জেরে মঙ্গলবার সকাল থেকেই কার্যত থমকে গিয়েছে গোটা শহর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে যেমন শহরের যান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে। হাওড়া এবং শিয়ালদহ দু’টি শাখাতেই ট্রেন চলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলের উপর অবস্থান করছিল। তা ছাড়া একই সময়ে ওই এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটির স্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এই দুইয়ের জেরেই রাতভর কলকাতায় এত প্রবল বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তা ছাড়া বৃহস্পতিবার উত্তর-পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার অন্ধ্র এবং ওড়িশা উপকূলের মধ্যবর্তী কোনও স্থানে পৌঁছোতে পারে। এর প্রভাবে আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

Flight Cancellation very heavy rainfall kolkata rain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy