আগুন আর একের পর এক বিস্ফোরণ। তাতেই ভস্মীভূত হয়ে গেল তিনটি দোকান ও দু’টি বাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টা নাগাদ বারুইপুর থানার চম্পাহাটির হারাল বাজিবাজারে।
পুলিশ সূত্রের খবর, সমর নস্কর নামে স্থানীয় এক বাজি ব্যবসায়ীর দোকানে প্রথমে আগুন ধরে যায়। ওই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বাজির ধোঁয়ায় গোটা এলাকা অন্ধকার হয়ে যায়। খবর যায় দমকলে। প্রথমে বারুইপুর, পরে ক্যানিং ও নরেন্দ্রপুর থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। বারুইপুর পুলিশ জেলার কর্তাদের দাবি, ওই ঘটনায় বুধবার রাত পর্যন্ত কারও মারা যাওয়ার বা আহত হওয়ার খবর মেলেনি। ওই ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সমরবাবুর বাড়ি, কারখানা ও দোকান একই জায়গায়। বাড়ির মধ্যেই কারখানা, যেখানে নিয়মিত আতশবাজি তৈরি করা হত। এ দিন সকাল থেকে দোকানের পিছনে সেখানেই আতশবাজি তৈরি হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের কথায়, আচমকা বিস্ফোরণের আওয়াজ কানে আসে। তার পরেই দাউ দাউ করে জ্বলতে শুরু করে সমরবাবুর দোকান। কয়েক মিনিটের মধ্যেই আশপাশের দোকানগুলিতে আগুন ছড়িয়ে যায়। শুরু হয় পর পর বিস্ফোরণ। প্রায় আধ ঘণ্টা ধরে লাগাতার চলে বিস্ফোরণ।