Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Firhad Hakim

জঞ্জাল সাফাইয়ে বাধা প্রোমোটারের, ক্ষুব্ধ মেয়র

মেয়র নিজেই জানান, এক শ্রেণির অসাধু প্রোমোটার জঞ্জাল সাফাইয়ের কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র

ফিরহাদ হাকিম। —ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ০২:১১
Share: Save:

পুকুর বুজিয়ে বহুতল তৈরির জন্য এক শ্রেণির প্রোমোটার রাস্তার জঞ্জাল সাফাইয়ের কাজে বাধা দিচ্ছেন। এমনই মন্তব্য করলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে মেটিয়াবুরুজের এক বাসিন্দা অভিযোগ করেন এলাকায় জঞ্জাল জমে থাকা নিয়ে। অভিযোগ, পুরসভার ১৩৯, ১৪০ ওয়ার্ডের আক্রা ফটক এলাকায় জঞ্জাল জমে থাকে। পরিষ্কার হয় না। এর পরে মেয়র জঞ্জাল অপসারণ দফতরের ডিজিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

কেন ওই এলাকায় জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে না? সেখানে তো পুরসভার জঞ্জাল অপসারণ দফতরের সাফাইকর্মী রয়েছে।

মেয়র নিজেই জানান, এক শ্রেণির অসাধু প্রোমোটার জঞ্জাল সাফাইয়ের কাজে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ওই এলাকায় এক কাঠা জমির দাম প্রায় দেড় কোটি টাকা। তাই সেখানে পুকুর বুজিয়ে জমি বিক্রির চক্র কাজ করছে। ডিজিকে মেয়র বলেন, ‘‘কাউকে ছাড়বেন না। সাফাইয়ের কাজে কেউ বাধা দিলে থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করুন।’’ তিনি আরও বলেন, ‘‘ওই সব এলাকার বাসিন্দারাও জঞ্জাল সাফাই নিয়ে ততটা সচেতন নন। তাঁদেরও সচেতন করতে হবে।’’

১২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৌসুমী বর্মণ অভিযোগ করেন, পূর্বাচল পাড়ায় তাঁর বাড়ির সামনে ছয় ফুটের রাস্তায় জল ঢুকে থাকে। মেয়র দ্রুত তা দেখার নির্দেশ দেন অফিসারদের। ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এ দিন নর্দার্ন অ্যাভিনিউয়ের এক বাসিন্দা তাঁর বাড়ির পাশের একটি গলিতে জমে থাকা আবর্জনা পরিষ্কার করানোর আবেদন জানান। তা শুনে মেয়র জানান, এটা পুরসভার কাজ। ওই খবর দেওয়ার জন্য মেয়র ধন্যবাদ জানান ওই বাসিন্দাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Firhad Hakim Talk To Mayor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE