প্রতি রবিবার মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু এই রবিবার অর্থাৎ ৩ জুলাই ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষা রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে মেট্রো রেল পরিষেবা শুরুর সময় আধ ঘণ্টা এগিয়ে নিয়ে এসেছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সারা দিন ১৩০টির বদলে চলবে ১৩৪টি ট্রেন— ৬৭টি আপ এবং ৬৭টি ডাউন। তার মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ১২৯টি ট্রেন (৬৩টি আপ এবং ৬৬টি ডাউন)। সময়ের এই পরিবর্তন শুধু ৩ জুলাইয়ের জন্য।