ফের মেট্রো-বিভ্রাট!
রবিবার সন্ধ্যায় ব্লু লাইনে ফের থমকে গেল পরিষেবা। মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনে ঢোকার মুখে একটি মেট্রো খারাপ হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি। যাত্রীরা জানিয়েছেন, ৭টার পর থেকে প্রায় ঘণ্টাখানেক ধরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা অনিয়মিত চলছিল। ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভাঙা পথেই চলছিল পরিষেবা। শেষমেশ রাত প্রায় ৮টা নাগাদ ফের সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলতে থাকে। স্টেশনে ঘোষণা করা হয়, মহানায়ক উত্তম কুমারে একটি গাড়ি খারাপ হয়ে যাওয়ায় ময়দানের পর থেকে সাময়িক ভাবে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
আরও পড়ুন:
সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ময়দান স্টেশনে শহিদ ক্ষুদিরামগামী গাড়ির কামরা খালি করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। চাঁদনি চক স্টেশনে থাকা আর এক যাত্রী জানান, প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ৭টা ১০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেনটি আসে। এর প্রায় ঘণ্টাখানেক পর ধীরে ধীরে সম্পূর্ণ পথে পরিষেবা চালু হয়।
এ বিষয়ে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান বলেন, ‘‘রবিবার সন্ধ্যা ৭টা নাগাদ মহানায়ক উত্তম কুমার স্টেশনে একটি রেক খারাপ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত ভাঙা পথে পরিষেবা মিলছিল। এখন মেট্রো চলাচল স্বাভাবিক হয়েছে।’’ তবে যাত্রীদের অভিযোগ, এখনও অনিয়মিত পরিষেবা মিলছে দুই লাইনেই। নির্দিষ্ট সময়সূচি মেনে গাড়িও চলছে না বলে দাবি।