আজ, রবিবার সকাল ৯টা ৫০ মিনিটের পরিবর্তে মেট্রো চালু হবে দুপুর ১টা ৪০ মিনিট থেকে। প্রতি রবিবার মেট্রো রেল চলে মোট ১১০টি। এ দিন চলবে ৮০টি। শনিবার মেট্রো কর্তৃপক্ষে জানিয়েছেন, যাত্রী চলাচলের সুবিধার জন্য মহানায়ক উত্তমকুমার স্টেশনে দু’টির পাশাপাশি আরও একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। সেটি চালু হলে ট্রেনের সংখ্যা বাড়বে। এই প্ল্যাটফর্মটিকে মেন লাইন সিগন্যাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করার জন্যই রবিবার ট্রেন চলাচল দেরিতে শুরু হবে। তবে, অন্যান্য দিনের মতো শেষ ট্রেন পাওয়া যাবে রাত ৯টা ৫৫ মিনিটেই।