Advertisement
১৯ মে ২০২৪

নিখোঁজ ব্যবসায়ীর দেহ মিলল নিউ টাউনে

তিন দিন নিখোঁজ ছিলেন লেক টাউনের এক ব্যবসায়ী। শেষমেশ শুক্রবার নিউ টাউনের কদমপুকুরে একটি মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মণীশ ভারতীয়া (৩৯)। বাড়ি যশোর রোডের কাছে নস্করবাগানে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০১:১২
Share: Save:

তিন দিন নিখোঁজ ছিলেন লেক টাউনের এক ব্যবসায়ী। শেষমেশ শুক্রবার নিউ টাউনের কদমপুকুরে একটি মাঠ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম মণীশ ভারতীয়া (৩৯)। বাড়ি যশোর রোডের কাছে নস্করবাগানে।

পুলিশ সূত্রে খবর, প্লাস্টিকের জিনিসপত্র সরবরাহের ব্যবসা করতেন মণীশ। পাশাপাশি শেয়ারেও টাকা খাটাতেন। বাড়িতে তাঁর স্ত্রী এবং তিন বছরের মেয়ে রয়েছে। মণীশের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৭ ডিসেম্বর ১১টা নাগাদ ব্যাঙ্কে যাওয়ার নাম করে বেরোন ওই ব্যবসায়ী। আর বাড়ি ফেরেননি। তাঁর মোবাইলও ছিল বন্ধ। এরই মধ্যে নিখোঁজ ডায়েরি করে মণীশের পরিবার। এ দিন দেহ উদ্ধারের পরে বাড়ির লোকজন গিয়ে মণীশের দেহ শনাক্ত করেন।

বিধাননগরের গোয়েন্দা প্রধান সন্তোষ পাণ্ডে জানান, মৃতদেহের পাশে মদের বোতল এবং বিষের শিশি মিলেছে। পাওয়া গিয়েছে ওই ব্যবসায়ীর তিনটি মোবাইলও। প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, ব্যবসায়িক কারণে অবসাদে ভুগছিলেন মণীশ। সে কারণে তিনি আত্মহত্যা করেছেন।

যদিও পুলিশের দাবি মানতে নারাজ মণীশের পরিবার। তাঁর শ্যালক সঞ্জয় অগ্রবাল বলেন, ‘‘বৃহস্পতিবারও মণীশের মোবাইলে রাজারহাট টাওয়ার লোকেশন দেখিয়েছে। বার বার জানানো সত্ত্বেও পুলিশ ঠিক মতো তদন্ত করেনি।’’ সঞ্জয়ের অভিযোগ, মণীশের দেহে মারধরের চিহ্ন রয়েছে। ব্যবসায়িক কারণে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, প্রাথমিত ভাবে মৃতদেহে আঘাতের চিহ্ন মেলেনি। তবে খুনের অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Town Murder Dead Body
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE