রক্তে ডেঙ্গির জীবাণু রয়েছে কি না পরীক্ষার জন্য কলকাতায় আরও তিনটি ডেঙ্গি নির্ণয় কেন্দ্র চালু করল পুরসভা। এ নিয়ে বর্তমানে ৮টি ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্র হল শহরে। শুক্রবার কলকাতার ৫৭ নম্বর ওয়ার্ডের পুরসভার স্বাস্থ্য কেন্দ্র থেকেই তিনটি কেন্দ্রের উদ্বোধন করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। হাজির ছিলেন এলাকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ অতীন ঘোষ প্রমুখ। ৫৭ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি দু’টি কেন্দ্র রয়েছে তিন নম্বর বরোর অধীনে ৩১ নম্বর এবং ১২ নম্বর বরোর অধীনে দক্ষিণ কলকাতায় ১০৭ নম্বর ওয়ার্ডে। পুরসভা সূত্রে খবর, কলকাতার ১৫টি বরোতে একটি করে ডেঙ্গি রোগ নির্ণয় কেন্দ্র গড়া হবে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় কেন্দ্রগুলি গড়ে উঠছে। এখানে জ্বরে আক্রান্ত রোগীদের বিনা ব্যয়ে অ্যালাইজা পদ্ধতিতে রক্ত পরীক্ষা হবে।