পুজোর মরসুমে গত ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর (পঞ্চমী থেকে অষ্টমী) কলকাতা বিমানবন্দর দিয়ে ২ লক্ষ ৫৩ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। যা দৈনিক গড় যাত্রী সংখ্যার প্রায় ১৩০ শতাংশ। অন্তর্দেশীয় উড়ানে এক দিনে সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেছেন ষষ্ঠীতে, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর। সে দিন কলকাতা থেকে দেশের মধ্যে বিভিন্ন গন্তব্যে উড়ে গিয়েছেন ৩০১৪০ জন। অন্যান্য বিমানবন্দর থেকে কলকাতায় এসেছেন ৩০১৭৯ জন। আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রেও ওই দিন সবচেয়ে বেশি যাত্রী আসা-যাওয়া করেছেন। কলকাতা থেকে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে উড়ে গিয়েছেন ৩৮৮৯ জন যাত্রী। বিপরীতে, এইশহরে এসেছেন ৩২৩০ জন। উৎসবের মরসুমে ওই সংখ্যাই এ পর্যন্ত সর্বাধিক বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)