Advertisement
২৫ এপ্রিল ২০২৪
msk

সল্টলেকে রাস্তা আটকে বিক্ষোভ, শিক্ষক-পুলিশ ধস্তাধস্তিতে উত্তেজনা

পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে সরাতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশ এবং আন্দোলনকারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ।

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ১৫:৪০
Share: Save:

স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে সল্টলেকের ময়ূখভবনের সামনের রাস্তা আটকে বিক্ষোভ শুরু করলেন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে) ও শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে)-এর শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার সকাল থেকেই এই বিক্ষোভ শুরু হয়েছে।

পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে সরাতে গেলে তুমুল উত্তেজনা তৈরি হয়। পুলিশ এবং আন্দোলনকারীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়। কয়েকজন শিক্ষক-শিক্ষিকা এই ঘটনায় আহত হয়েছেন বলে অভিযোগ। আহত হয়েছেন পুলিশকর্মীরাও।

গত সাত দিন ধরে ময়ূখ ভবনের সামনে ধর্নায় বসেছিলেন ওই শিক্ষক-শিক্ষিকারা। এ দিনসেখান থেকে বিকাশ ভবন ঘেরাও করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যান আন্দোলনকারীরা। পুলিশ তাঁদের আটকালে, রাস্তার উপরে বসে পড়েন শিক্ষক-শিক্ষিকারা। দীর্ঘ দিন ধরেই স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে সরব আন্দোলনকারীরা। এ নিয়ে তাঁরা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন। কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি। প্রায় চার হাজার শিক্ষক-শিক্ষিকারা এখনও আন্দোলন চালিয়া যাচ্ছেন।

আরও পড়ুন: ব্যাগে কন্ডোম, ‘অবাধ্য’ ছাত্রকে বহিষ্কার করে অভিযুক্ত স্কুল কর্তৃপক্ষ

গায়ে আগুন বোনের, বাঁচাতে গিয়ে দগ্ধ দিদিও

তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তীরা। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে দেখাও করেন। এমনকি, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও সেখানে গিয়েছিলেন। বিরোধী দলের অভিযোগ, সরকার নানা খাতে এত খরচ করছে। অথচ এমএসকে ও এসএসকে শিক্ষকদের বেতন বাড়াতে সমস্যা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE