ব্যাগ ভর্তি পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোটের ছেঁড়া টুকরো মিলল টালিগঞ্জের গল্ফ ক্লাব রোডে। রবিবার সকালে একটি পুকুরের পাশে আবর্জনা ফেলার জায়গা থেকে দুটো ব্যাগের মধ্যে ওই নোটের ছেঁড়া টুকরো দেখতে এলাকায় ভিড় জমিয়ে দেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ এক কাগজকুড়ানির চোখে পড়ে ব্যাগ দু’টি। সেগুলির মধ্যে পুরনো ৫০০, ১০০০ টাকার ছেঁড়া নোট দেখতে পেয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের জানান। রাজু চৌধুরী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘ছেঁড়া নোটের খবর পেয়ে আমরা পুলিশকে জানাই।’’ যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ ভর্তি ছেঁড়া নোট উদ্ধার করে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান, রবিবার ভোরের দিকে ওই ব্যাগ দু’টি কেউ ফেলে গিয়েছে। ডিসি (এসএসডি) বাদানা বরুণ চন্দ্রশেখর বলেন, ‘‘নোটের ছেঁড়া টুকরোগুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেগুলি আসল ছিল। কে বা কারা ওই ব্যাগ ভর্তি টাকা ফেলে গিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।’’ তিনি আরও বলেন, নোটগুলি হাত দিয়ে ছেঁড়া হয়েছে। প্রয়োজনে সে গুলি ফরেন্সিক তদন্তে পাঠানো হবে।