Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বেলি ব্রিজ হলে জট বাড়বে, আশঙ্কা সল্টলেকবাসীর

উল্টোডাঙা উড়ালপুলের একটি অংশে এখন মেরামতির কাজ শুরু হয়েছে। তার জন্য ভিআইপি রোড থেকে ইএম বাইপাসমুখী লেনটি বন্ধ রয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সোমনাথ চক্রবর্তী ও কাজল গুপ্ত
কলকাতা শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৯
Share: Save:

উল্টোডাঙা উড়ালপুলের উপরে গাড়ির চাপ কমাতে, ভিআইপি রোডে যানজট নিয়ন্ত্রণে এবং সল্টলেক থেকে ভিআইপি রোডের মধ্যে যাতায়াতের বিকল্প পথ তৈরি করতে কেষ্টপুর খালের উপরে চলছে বেলি ব্রিজ তৈরির কাজ। কিন্তু ওই নতুন পথে যান চলাচল শুরু হলে এক নম্বর সেক্টরে যাতায়াতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা। যদিও প্রশাসনের একটি অংশের কথায়, মানুষের যাতে সমস্যা না হয়, তেমন করেই পরিকল্পনা করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

উল্টোডাঙা উড়ালপুলের একটি অংশে এখন মেরামতির কাজ শুরু হয়েছে। তার জন্য ভিআইপি রোড থেকে ইএম বাইপাসমুখী লেনটি বন্ধ রয়েছে। পরিবর্তে যানবাহন চলছে স্লিপ রোড ধরে। এর ফলে যানজট আগের তুলনায় বেড়েছে। সামনেই দুর্গাপুজো। ভিআইপি
রোডের ধারে বেশ কয়েকটি বড় পুজোকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। ফলে ওই রাস্তায় যানজট হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেই বিকল্প পথের চিন্তাভাবনা বলে প্রশাসন সূত্রের খবর।

নির্মীয়মাণ বেলি ব্রিজটি ভিআইপি রোড থেকে কেষ্টপুর খালের উপর দিয়ে গিয়ে সল্টলেকের খালপাড়ের রাস্তায় শেষ হবে। উল্টোডাঙার চাপ কমাতে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোরানোর চিন্তাভাবনা রয়েছে প্রশাসনের। ইতিমধ্যেই সেতু তৈরির কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। খালের দু’ধারে কংক্রিটের পাটাতনও তৈরি হয়েছে। তার উপরে বসানো হবে লোহার বিম। মাটি কেটে রাস্তা
তৈরির কাজ চলছে।

সল্টলেকের এ ই ব্লক-সহ বেশ কয়েকটি ব্লকের বাসিন্দাদের মতে, ওই সেতু ধরে যান চলাচল শুরু হলে এক নম্বর সেক্টর এলাকার বিভিন্ন রাস্তায় যানজট বাড়বে। তাঁদের বক্তব্য, খালপাড়ের রাস্তা এমনিতেই খুব চওড়া নয়। দু’টি গাড়ি কোনও রকমে চলাচল করতে পারে। ফুটব্রিজের সামনেই এই রাস্তার উপরে প্রচুর রিকশা দাঁড়িয়ে থাকে। তার উপরে ভিআইপি রোডের গাড়ির চাপ সল্টলেকে পড়লে যানজট তীব্র হবে।

বিধাননগরের বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, ‘‘মেরামতির কাজের জন্য উল্টোডাঙা উড়ালপুলের একটি লেন বন্ধ। ফলে গাড়ির জট হচ্ছে। তা নিয়ন্ত্রণের জন্যই ওই সেতু গড়ছে কেএমডিএ।’’ বাসিন্দাদের আশঙ্কা প্রসঙ্গে সুজিতবাবু বলেন, ‘‘আগে গাড়ি চলুক, তার পরে দেখা যাবে। পুলিশ বিষয়টি দেখছে।’’

এ ই ব্লক এলাকার কাউন্সিলর তথা বিধায়ক সব্যসাচী দত্ত বলেন, ‘‘পুলিশ নিশ্চিত ভাবে সব রকম ব্যবস্থা করেই যান চলাচল করাবে।’’

পুলিশ জানায়, বেলি ব্রিজ হলে কী ভাবে যান চলাচল করবে, তা নিয়ে আলোচনা চলছে। বাসিন্দাদের যাতে সমস্যা না হয়, তা মাথায় রাখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Brailey Bridge Salt Lake Ultadanga Flyover
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE