একটি নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতে বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে পরবর্তী নিম্নচাপ অঞ্চল! বৃষ্টি যেন আর থামতে চাইছে না। শ্রাবণ শেষ হয়ে ভাদ্র মাস শুরু হয়ে গিয়েছে। কিন্তু বৃষ্টিতে বিরাম নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কারণ, সাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরির পরিস্থিতি রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখাও সক্রিয়। জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি।
হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া, মৌসুমি অক্ষরেখা সুরতগড়, রোহতক, ফতেহ্গড়, গয়া, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপাতত বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে বঙ্গে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলিতে। কিন্তু দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি রবিবারও সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
আরও পড়ুন:
পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলঘেঁষা উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়া থাকবে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে। শনিবার পর্যন্ত ওই অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। শনিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই সতর্কতা রবিবারের জন্য জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পঙেও। এই জেলাগুলিতে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম।