Advertisement
১৯ মে ২০২৪
New Town

নজরদারি ক্যামেরায় মোড়া হবে নিউ টাউন

হিডকো সূত্রের খবর, সাড়ে পাঁচশোর বেশি সিসি ক্যামেরা লাগানো হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ০৩:২১
Share: Save:

দুর্ঘটনা রোধে যানবাহনের উপরে নজর রাখতে ক্যামেরায় মুড়ে ফেলা হবে গোটা নিউ টাউনকে। রাস্তায় সিসি ক্যামেরার পাশাপাশি লাগানো হবে গতি মাপার ক্যামেরাও। এই কাজে ব্যবহার করা হবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা যন্ত্র-মেধা।

হিডকো সূত্রের খবর, সাড়ে পাঁচশোর বেশি সিসি ক্যামেরা লাগানো হবে। বসবে গাড়ির গতি মাপার ক্যামেরাও। এই ব্যবস্থা চলবে যন্ত্র-মেধার সাহায্যে। ফলে বেপরোয়া যানবাহনের খবর দ্রুত পৌঁছে যাবে পুলিশের কাছে। বিধাননগর পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনা রোধে গার্ডরেল ও স্পিড ব্রেকার বসানো হয়েছে। বসেছে নজরদারি ক্যামেরাও।

সূত্রের খবর, দুর্ঘটনা নিয়ন্ত্রণে হিডকো এবং ‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ)-র সঙ্গে বিধাননগর পুলিশের আলোচনা হয়েছে।

নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে গাড়ির চাপ বেশি। এ ছাড়া, সেখানকার অন্যান্য রাস্তাতেও গাড়ির চাপ বেড়েছে। পুলিশ সূত্রের খবর, দেখা গিয়েছে, নিউ টাউনে দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া ভাবে গাড়ি চালানো। ভোরে বা বেশি রাতে এই প্রবণতা বেড়ে যায়।

হিডকো-র এক কর্তা জানান, বিধাননগর পুলিশের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। সিসি ক্যামেরার পাশাপাশি বিভিন্ন জায়গায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। তা হলে রাস্তায় কেউ বেপরোয়া ভাবে কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালালে সেই খবর খুব দ্রুত পুলিশের কাছে পৌঁছে যাবে। তাতে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সুবিধা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Town Surveillance Camera
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE