Advertisement
০৪ মে ২০২৪
North Dumdum Municipality

North Dumdum: দমদমের দুই পুর এলাকায় শুরু রাস্তা সারানোর দীর্ঘমেয়াদি কাজ

পুর প্রশাসনের একাংশের অবশ্য বক্তব্য, সরকারি প্রকল্পের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ০৬:৩৪
Share: Save:

অবশেষে বেহাল রাস্তার দীর্ঘমেয়াদি মেরামতির প্রক্রিয়া শুরু করল উত্তর দমদম পুরসভা।

ওই পুর এলাকার এম বি রোড-সহ বিভিন্ন রাস্তার হাল বহু দিন ধরেই খারাপ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলঘরিয়া থেকে বিরাটি হয়ে যশোর রোড পর্যন্ত বিস্তৃত এম বি রোডের মূল অংশ এখন খানাখন্দে ভর্তি। রীতিমতো বিপজ্জনক অবস্থা। পুজোর মুখে পুরসভা অস্থায়ী ভাবে ওই রাস্তার মেরামতি করেছিল। যদিও রাস্তাটি পূর্ত দফতরের অধীন। শুধু ওই রাস্তাই নয়, পুর এলাকার অন্যান্য রাস্তার হালও কম-বেশি এক। যা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে।

পুর প্রশাসনের একাংশের অবশ্য বক্তব্য, সরকারি প্রকল্পের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। তার জন্যই এমন অবস্থা। এর পরে লাগাতার বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়। তাই পুজোর মুখে জোড়াতাপ্পি দিয়েও তেমন লাভ হয়নি।

তাই এ বার শীতের শুকনো মরসুমে দীর্ঘমেয়াদি মেরামতির জন্য প্রতিটি খারাপ রাস্তা চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার পুরসভার মুখ্য প্রশাসক বিধান বিশ্বাস নিজে কাজের তদারকি করেন। পুরসভা সূত্রের খবর, প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা সারানোর পরিকল্পনা হয়েছে। সেই অনুসারেই কাজ শুরু হয়েছে।

বাসিন্দাদের আবার বক্তব্য, মেরামতির নামে শুধু ক্ষতিগ্রস্ত অংশের উপরে পিচ ঢেলে রাস্তা সমান করে দিলে আখেরে কোনও লাভ হবে না। মুখ্য প্রশাসক জানান, লাগাতার বৃষ্টিতে দীর্ঘমেয়াদি মেরামতির কাজ করা যায়নি। তাপ্পি দেওয়া হয়েছিল। এ বার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি ভাল ভাবে মেরামত করা হচ্ছে।

একই অবস্থা দমদম পুরসভা এলাকাতেও। পুজোর সময়ে তাপ্পি মারার পরে এ বার সেখানে দীর্ঘমেয়াদি মেরামতির কাজে হাত দিতে চলেছেন পুর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী দরপত্র ডেকে কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, বর্ষায় দমদমের বেশ কিছু রাস্তায় ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও উঠে গিয়েছে পিচ, কোথাও আবার রাস্তা পুরো ভেঙেচুরে গিয়েছে। দমদম পুরসভা সূত্রের খবর, নির্মল সেনগুপ্ত সরণি, এস পি মুখার্জি রোড-সহ সারানোর তালিকায় প্রায় ১৬৬ কিলোমিটার রাস্তা রয়েছে। লাগাতার বর্ষণে সব রাস্তাই কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাসিন্দাদের দাবি, রাস্তা এমন ভাবে সারানো হোক, যাতে কয়েক বছর তাতে আর হাত না দিতে হয়। পাশাপাশি, সরকারি কোনও প্রকল্পের জন্য রাস্তা খোঁড়া হলে কাজ মেটার পরে তা অবিলম্বে সারানোর দাবিও জানিয়েছেন তাঁরা। দমদম পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য বরুণ নট্ট জানান, দীর্ঘমেয়াদি মেরামতির কাজ কয়েক দিনেই শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

North Dumdum Municipality Road Renovation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE