Advertisement
E-Paper

ঘরে বসেই ঘুরে দেখা যাবে ভিক্টোরিয়া

স্থির চিত্র। আবার ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও। মানে, ভিক্টোরিয়ার ভিতরে কোনও একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে যেমন দেখা যায়, সে রকম ছবি। একেই স্ট্রিট ভিউ বলা হচ্ছে।

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৮ ০১:৩৮

ঘরে বসে দেখতে চান ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি?

স্থির চিত্র। আবার ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউও। মানে, ভিক্টোরিয়ার ভিতরে কোনও একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে যেমন দেখা যায়, সে রকম ছবি। একেই স্ট্রিট ভিউ বলা হচ্ছে।

এমন ছবি রয়েছে ইকো পার্কেরও। এ সমস্ত ছবি ইদানীং ব্যক্তিগত উদ্যোগে গুগল ম্যাপে আপলোড করা হচ্ছে। সে কাজ করছেন এ শহরে গুগলের নিজস্ব লোকাল গাইডরাই। গুগলের নির্দেশিকা মেনে নির্দিষ্ট কিছু ধাপ পেরিয়ে তবেই হওয়া যায় লোকাল গাইড। যদিও এঁরা গুগলের নিজস্ব কর্মী নন, বেতনও পান না। তবে তাঁদের বিশেষ স্বীকৃতি দিয়ে থাকে গুগল। তেমনই এক লোকাল গাইড শৌনক দাস গুগলের আমন্ত্রণে বার তিনেক সানফ্রান্সিস্কোর সদর দফতর ঘুরে এসেছেন। তাঁর কথায়, ‘‘যে কেউ চাইলে ৩৬০ ডিগ্রি ছবি আপলোড করতে পারবেন। তবে তা যাচাই করার জন্য বেঙ্গালুরুতে গুগলের একটি ম্যাপ সংক্রান্ত দফতর রয়েছে।’’

আমেরিকায় ২০০৭ সালে প্রথম চালু হয়েছিল এই স্ট্রিট ভিউ। এখন সে দেশের যে কোনও এলাকার স্ট্রিট ভিউয়ের সঙ্গে স্ক্রিনে ফুটে ওঠে একটি নীল লাইনও। আঙুল দিয়ে সেই লাইন টানতে আরম্ভ করলে গাড়ির মতো করে আপনিও ঘুরে বেড়াতে পারবেন গোটা শহর। শৌনক বলেন, ‘‘স্ক্রিনে ফুটে ওঠা নীল লাইন ধরে চলতে থাকলে ঘুরে ফেলা যাবে‌ গোটা মার্কিন মুলুক। পর্যটক যেমন অচেনা জায়গায় ফুটপাতে দাঁড়িয়ে চারদিক ঘাড় ঘুরিয়ে দেখেন, মোবাইলের স্ক্রিনেও ঠিক তেমনই ছবি ভেসে উঠবে। সে দেশে কেউ ঘুরতে যেতে চাইলে, আগে থেকে শহরটা দেখে, বুঝে নিতে পারবেন। কানাডা-সহ ইউরোপের আরও কয়েকটি দেশেও এই ব্যবস্থা রয়েছে।’’

ভারতেও এমন ব্যবস্থা চালু করতে চেয়েছিল গুগল। কিন্তু গুগলের সেই প্রস্তাব উড়িয়ে দিয়ে চলতি বছরের মার্চে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, নিরাপত্তার কথা ভেবে এমন ছবি দেওয়া যাবে না। কারণ এ ভাবে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান দেখিয়ে দিলে তার পরিণতি খারাপ হতে পারে।

তা হলে কেন স্ট্রিট ভিউ আপলোড করছেন?

শৌনক জানান, নেভিগেট করে বা পথ দেখিয়ে গোটা দেশ দেখিয়ে দেওয়ায় আপত্তি ছিল কেন্দ্রের। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো দ্রষ্টব্য জায়গার প্যানোরামিক স্থির ছবি তুলে তা আপলোড করলে আপত্তি থাকার কথা নয়।

কী পদ্ধতিতে তোলা হয় এই ছবি? ৩৬০ ডিগ্রি ছবি তোলা যায় এমন ক্যামেরা দিয়ে প্রথমে কাজ শুরু হয়। সেই কাজে নামেন গুগলের লোকাল গাইডরা। পরে একটি গাড়ি তৈরি করা হয়, যার মাথায় চারদিকে ক্যামেরা লাগানো আছে। তাই দিয়ে শুরু হয় স্ট্রিট ভিউ ছবি তোলা।

হতেই পারে, কোনও নির্দিষ্ট রাস্তা বা কোনও দোকানের সামনের ছবিটা হঠাৎ বদলে গেল। কোনও বাড়ির রং বদল হল। সে কথা মাথায় রেখেই মার্কিন মুলুক শুধু স্ট্রিট ভিউ আপলোড করে ক্ষান্ত হয়নি। সে দেশে ছ’মাস অন্তর তা আপডেটও করা হয়।

Street View Victoria Memorial Google
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy