Advertisement
E-Paper

পুজোর আগেই ফের অনুদান, কার্নিভালে বাড়তে পারে ক্লাবের সংখ্যা 

রথ দেখা এবং কলা বেচা একসঙ্গে দুটো কাজই সেরে নিতে চাইছে তৃণমূল। এ বছর দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে রাজ্য সরকারের অতি সক্রিয়তা দেখে বিরোধীরা এমন অভিযোগই করছেন।

সোমনাথ মণ্ডল

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ১৭:৩৫
অলঙ্করণ: তিয়াসা দাস।

অলঙ্করণ: তিয়াসা দাস।

রথ দেখা এবং কলা বেচা একসঙ্গে দুটো কাজই সেরে নিতে চাইছে তৃণমূল। এ বছর দুর্গাপুজোর কার্নিভাল নিয়ে রাজ্য সরকারের অতি সক্রিয়তা দেখে বিরোধীরা এমন অভিযোগই করছেন।

কিছু দিনের মধ্যেই লোকসভা নির্বাচন হতে পারে। তার আগেই আবার দুর্গাপুজো। সেই সময় রাজ্যের ক্লাবগুলোর মন রাখতে এক দিকে যেমন সরকারি আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে, তেমনই রেড রোডের কার্নিভালে আরও বেশি সংখ্যক পুজো উদ্যোক্তাদের অংশ নেওয়ার সুযোগও দেওয়া হবে। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। বিরোধীদের দাবি, একে সরকারের ভাড়ে মা ভবানী অবস্থা, তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে পুজো এবং কার্নিভালের নামে ‘খয়রাতি’ করছেন।

গত বছর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিয়েছিল মাত্র ৬২টি ক্লাব। কলকাতা পুলিশের একটা সূত্র জানাচ্ছে, এ বছর সেই সংখ্যাটা ১০০ ছাড়াতে পারে। ওই কার্নিভাল যাতে ধুমধামের সঙ্গে হয়, তাই জার্মানি সফরে যাওয়ার আগেই ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, আগামী ৪ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠক হওয়ার কথা।

আরও পড়ুন: ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু শিশুর

আরও পড়ুন: এক কিলোমিটার রাস্তাতেই বছরে ১৪ লক্ষ খরচ!

এ প্রসঙ্গে বিজেপি-র জাতীয় সম্পাদক রাহুল সিংহ বলেন “এত সংখ্যালঘু তোষণ করেছেন। এ বার কার্নিভালে তাই ওঁকে বেশি করে দুর্গা-দুর্গা করতেই হবে। আসলে এই সময় ক্লাবগুলোকে টাকা দিয়ে উনি প্রচারের কাজটা সেরে ফেলতে চাইছেন। যাই করুন না কেন, তৃণমূলের বিনাশ নিশ্চিত।”

সিপিএমও বিষয়টিকে ভাল চোখে দেখছে না। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর অভিযোগ, “রাম নবমীর সময়ে বিজেপি-র সঙ্গে প্রতিযোগিতা করেছেন। জন্মাষ্টমী করেছেন। হঠাৎ করে বেশি ভক্তি ভাব আনতে গিয়ে উনি ধর্মের প্রতিযোগিতায় নেমেছেন। আসলে এ সব করে শারদোৎসবের সাংস্কৃতিক পরিমণ্ডল নষ্ট করছেন।”

যদিও এর মধ্যে কোনও রাজনীতি দেখছেন না তৃণমূল নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক তৃণমূল নেতা, যিনি আবার পুজো উদ্যোক্তাও বটে, মঙ্গলবার বললেন, “বিরোধীরা সব কিছুতেই ভোটের গন্ধ পাচ্ছেন। আসলে ওদের হার নিশ্চিত।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বছর দুয়েক আগে রেড রোডে পুজো কার্নিভাল শুরু হয়। দেশ-বিদেশের অতিথিরা এমনিতেই পুজোর সময় শহরে ভিড় জমান। তাঁদের পাশাপাশি শহরবাসীর মনোরঞ্জনের জন্য ওই কার্নিভালের আয়োজন করা হয়। চন্দননগরের আলোকসজ্জা এবং শহরের বিভিন্ন ক্লাবের থিমের ঠাকুর এক জায়গায় বসে দেখার সুযোগ পান সাধারণ মানুষ। এমনটাই দাবি তৃণমূল নেতাদের। কিন্তু, বিরোধীরা সে সবকে উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রীর ভোট কৌশলকেই সামনে আনতে চাইছেন।

(শহরের সেরা খবর, শহরের ব্রেকিং নিউজ জানতে এবং নিজেদের আপডেটেড রাখতে আমাদের কলকাতা বিভাগ পড়ুন।)

Durga Puja Carnival Durga Puja 2018 Puja Committee TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy