ফের শহরে ভেঙে পড়ল পুরনো বাড়ি। বৃহস্পতিবার দুপুরে এন্টালি থানার অন্তর্গত অনরাইট ফার্স্ট লেনের ১ নম্বর বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়িটি দীর্ঘ দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। কলকাতা পুরসভার ৫৫ নম্বর ওয়ার্ডে রয়েছে এই বাড়িটি। হঠাৎ করেই একাংশ ভেঙে পড়ায় পথচারী এবং এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টির কারণে বাড়ির কাঠামো আরও দুর্বল হয়ে পড়েছিল, যার ফলে এই বিপত্তি। স্থানীয়দের দাবি, বারবার পুরসভাকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। উল্লেখ্য, গত কয়েক দিনে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুরোনো বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। নাগরিক সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।
পুরসভার তরফে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ বাড়ির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে আরও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পুরোনো বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা জরুরি বলেই মনে করছেন শহরবাসী।