মেয়েকে যৌন হেনস্থার প্রতিবাদ করায় বৃদ্ধ বাবাকে মেরে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল। বৃদ্ধকে বাঁচাতে পরিবারের লোকজন ছুটে এলে তাঁদের উপরেও চড়াও হয় অভিযুক্তেরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর থানার মাঝেরহাট কলোনিতে।
তরুণীর আরও অভিযোগ, ঘটনার রাতে থানায় সব জানাতে গেলে পুলিশ প্রথমে অভিযোগ নেয়নি। পরে সোমবার সকালে ফের থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তরুণী পুলিশকে জানিয়েছেন, পিসেমশাইয়ের শরীর খারাপ শুনে তিনি রবিবার রাতে শ্বশুরবাড়ি থেকে মাঝেরহাট কলোনিতে এসেছিলেন। রাতে খাওয়াদাওয়ার পরে রাস্তায় হাঁটছিলেন তিনি। অভিযোগ, তিন-চার যুবক সেখান দিয়ে যাওয়ার সময়ে তাঁকে কটূক্তি করে। তরুণী প্রতিবাদ করলে ওই যুবকেরা তাঁর হাত ধরে টানাটানি শুরু করে। গায়েও হাত দেয়।