Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Parnasree Police Station

থানায় অভিযোগ জানাতে গিয়ে ‘নাকাল’ বৃদ্ধা

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২০ ০২:৩৯
Share: Save:

বাড়ির পাশে মত্ত যুবকদের চিৎকারে বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ দম্পতি ও তাঁদের ছেলে। অভিযোগ, তাতে তাঁদের বাড়িতে পাল্টা হামলা চালায় ওই যুবকেরা। রবিবার এই ঘটনার পরে অভিযোগ জানাতে গভীর রাতে থানায় পৌঁছেছিলেন আশি বছরের বৃদ্ধা ও তাঁর ছেলে। কিন্তু ডিউটি অফিসার এলে তবেই তাঁদের অভিযোগ নেওয়া হবে, এই কথা জানিয়ে তাঁদের ঘণ্টাখানেক থানার বাইরে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ উঠেছে পর্ণশ্রী থানার বিরুদ্ধে।

পরে রাতে থানার কয়েক জন পুলিশ আধিকারিক সেখানে ঢোকার সময়ে ওই বৃদ্ধা ও তাঁর ছেলেকে বসে থাকতে দেখেন। তাঁদের নির্দেশেই তড়িঘড়ি ওই বৃদ্ধার অভিযোগ দায়ের করেন আর এক পুলিশকর্মী। অত রাতে ওই বৃদ্ধাকে থানার বাইরে বসিয়ে রাখা এবং তাঁর অভিযোগ নিতে দেরি করা ঠিক হয়নি বলেই জানিয়েছেন পুলিশের এক শীর্ষ কর্তা। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

ইলা সরকার নামে ওই বৃদ্ধা জানিয়েছেন, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁদের ৩০৯৭এ পর্ণশ্রী পল্লির বাড়ির পাশে কিছু যুবক মদের আসর বসিয়েছিল। তাদের চিৎকার-চেঁচামেচি এবং একে অপরকে দেওয়া অশ্রাব্য গালিগালাজে বিরক্ত হয়ে জানলা দিয়ে প্রতিবাদ করেন গৃহকর্তা, ৮৬ বছরের প্রলয়কান্তি সরকার। কিন্তু অভিযোগ, ওই যুবকেরা তাতে থেমে তো যায়ইনি, উল্টে প্রলয়বাবুকে হুমকি দেয়।

এর পরেও চিৎকার বন্ধ না হওয়ায় এ বার প্রতিবাদ করেন প্রলয়বাবুর স্ত্রী ইলাদেবী ও ছেলে প্রবাল। তখনই শুরু হয় তাণ্ডব। অভিযোগ, মত্ত ওই যুবকেরা বাড়িতে চড়াও হয় এবং গ্রিলের দরজায় লাথি মারতে শুরু করে। ভয় পেয়ে প্রবালবাবু পর্ণশ্রী থানায় ফোন করলেও কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। এর পরে ১০০ নম্বরে ডায়াল করলে রাতে এলাকায় টহলরত দুই পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু অভিযোগ, তাঁরা ওই মত্ত যুবকদের বদলে প্রলয়বাবুদেরই হেনস্থা করে চলে যান।

শেষে রাত ১টা নাগাদ প্রলয়বাবুকে বাড়িতে একা রেখে ছেলের বাইকে চড়ে পর্ণশ্রী থানায় যান ইলাদেবী। কিন্তু সেখানেও তাঁদের একপ্রকার

হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সেই সময়ে থানায় উপস্থিত এএসআই জানান, ডিউটি অফিসার এলে তবেই অভিযোগ নেওয়া হবে। সেই মতো থানার বাইরে অপেক্ষা করতে থাকেন ইলাদেবী ও তাঁর ছেলে। এর ঘণ্টাখানেক পরে থানায় ঢোকার সময়ে তাঁদের বাইরে বসে থাকতে দেখেন কয়েক জন পুলিশ

অফিসার। এএসআইয়ের কাছে বিষয়টি সম্পর্কে জেনে তাঁরা রীতিমতো রেগে যান এবং অবিলম্বে অভিযোগ নিতে বলেন বলে খবর। এর পরেই ইলাদেবীর অভিযোগ দায়ের করে থানা। তবে সোমবার বিকেল পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parnasree Police Station Harassment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE